মার্কিন বিজ্ঞানীদের নয়া পরীক্ষা দেখাচ্ছে আশার আলো, সূর্যের আলোয় ধ্বংস হয় করোনা ভাইরাস
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
নয়া রিপোর্টে দারুণ উৎসাহিত হোয়াইট হাউস
করোনা ভাইরাসের মারণ প্রকোপ যখন শুরু হয়েছিল তখন শুরুর দিকে বিজ্ঞানী মহলের একাংশ দাবি করেছিলেন উচ্চ তাপমাত্রায় কোভিড ১৯ জীবাণু মারা যায়, যদিও পরবর্তী পর্যায়ে সেই তথ্য খুব একটা প্রমাণ করা যায়নি ,কিন্তু বৃহস্পতিবার হোয়াইট হাউস যে রিসার্চ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তাতে করোনা ভাইরাসের ধ্বংসের ক্ষেত্রে সূর্য রশ্মির ভূমিকা আছে বলে জানানো হয়েছে ৷ Photo- Representive
advertisement
মার্কিন আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও এই রিসার্চ সার্বজনীন করা হয়নি কিন্তু Department of Homeland Security secretary- উইলিয়াম ব্রায়ান জানিয়েছেন সূর্যের অতিবেগুনি রশ্মি ক্ষতিগ্রস্ত হয় এই ভাইরাস ৷ তাই এই মারণ ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রে গরম কাল আশীর্বাদ হয়ে ওঠার সম্ভবনা উজ্জ্বল ৷ Photo- Representive
advertisement
advertisement
মেরিল্যান্ডের National Biodefense Analysis and Countermeasures Center-র রিসার্চের স্লাইড দেখিয়ে উইলিয়াম ব্রায়ান জানিয়েছেন, ৭০ থেকে ৭৫ ডিগ্রি ফারেনহাইট বা ২১ থেক ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র তার সঙ্গে ২০ শতাংশ আর্দ্রতার যোগ হলে ১৮ ঘন্টায় নন পোরাস সারফেসে জীবাণুর জীবন অর্ধেক হয়ে যায় ৷ Photo- Representive
advertisement
advertisement