চাঞ্চল্যকর রিপোর্ট- মাস্কে এক সপ্তাহ বেঁচে থাকে করোনা ভাইরাস, নোটেও বেঁচে থাকে কয়েকদিন

Last Updated:
খবর যা প্রচণ্ড ভয় দেখাচ্ছে
1/6
মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা চালাচ্ছেন গবেষণা৷ আর তার থেকেই রোজ রোজ উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য ৷ যে মাস্ক দিয়ে মুখ ও নাক ঢাকা হচ্ছে করোন যুদ্ধে লড়তে সেই মাস্কেই করোনা ভাইরাস বেঁচে থাকে এক সপ্তাহ ৷
মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা চালাচ্ছেন গবেষণা৷ আর তার থেকেই রোজ রোজ উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য ৷ যে মাস্ক দিয়ে মুখ ও নাক ঢাকা হচ্ছে করোন যুদ্ধে লড়তে সেই মাস্কেই করোনা ভাইরাস বেঁচে থাকে এক সপ্তাহ ৷
advertisement
2/6
স্টেনলেস স্টিল, প্লাস্টিক সারফেসে আগেই জানা গিয়েছিল বেশ কয়েকদিন বেঁচে থাকে করোনা ভাইরাস ৷ এবার এই তালিকায় তার সঙ্গে যোগ হল নোট বা ব্যাঙ্ক নোটও ৷ অর্থাৎ যে টাকা সরাসরি হাতে হাতে আদানপ্রদান হয়েই থাকে সেই টাকার ওপরেও এই মারণ ভাইরাস বেঁচে থাকতে পারে বেশ কয়েক দিন৷
স্টেনলেস স্টিল, প্লাস্টিক সারফেসে আগেই জানা গিয়েছিল বেশ কয়েকদিন বেঁচে থাকে করোনা ভাইরাস ৷ এবার এই তালিকায় তার সঙ্গে যোগ হল নোট বা ব্যাঙ্ক নোটও ৷ অর্থাৎ যে টাকা সরাসরি হাতে হাতে আদানপ্রদান হয়েই থাকে সেই টাকার ওপরেও এই মারণ ভাইরাস বেঁচে থাকতে পারে বেশ কয়েক দিন৷
advertisement
3/6
শিউড়ে ওঠার মতো ভয়াবহ এই তথ্য সামনে এনেছেন হংকং ইউনিভার্সিটির রিসার্চাররা ৷ হংকংয়ের একটি বহু প্রচলিত সংবাদপত্রে এই রিসার্চ থেকে পাওয়া তথ্য প্রকাশিত হওয়ার পরেই ভয়ের মাত্রা আরও কয়েকগুণ বেড়ে গেছে ৷ তাদের পরিষ্কার কথা স্টিল বা প্লাস্টিকে দিন চারেক ও মাস্কের বাইরের স্তরে এই মারণ ভাইরাস এক সপ্তাহ বেঁচে থাকতে পারে৷
শিউড়ে ওঠার মতো ভয়াবহ এই তথ্য সামনে এনেছেন হংকং ইউনিভার্সিটির রিসার্চাররা ৷ হংকংয়ের একটি বহু প্রচলিত সংবাদপত্রে এই রিসার্চ থেকে পাওয়া তথ্য প্রকাশিত হওয়ার পরেই ভয়ের মাত্রা আরও কয়েকগুণ বেড়ে গেছে ৷ তাদের পরিষ্কার কথা স্টিল বা প্লাস্টিকে দিন চারেক ও মাস্কের বাইরের স্তরে এই মারণ ভাইরাস এক সপ্তাহ বেঁচে থাকতে পারে৷
advertisement
4/6
টিস্যু পেপারে এই ভাইরাস বেঁচে থাকে তিন ঘণ্টা অন্যদিকে কাঠের জিনিস বা কাপড়ে এই ভাইরাস দুই দিন অবধি বেঁচে থাকে ৷ এই তথ্য জানা গেছে যখন ভাইরাসকে বিভিন্ন সারফেসে ঘরের তাপমাত্রায় রেখে পরীক্ষা করা হয়েছে ৷
টিস্যু পেপারে এই ভাইরাস বেঁচে থাকে তিন ঘণ্টা অন্যদিকে কাঠের জিনিস বা কাপড়ে এই ভাইরাস দুই দিন অবধি বেঁচে থাকে ৷ এই তথ্য জানা গেছে যখন ভাইরাসকে বিভিন্ন সারফেসে ঘরের তাপমাত্রায় রেখে পরীক্ষা করা হয়েছে ৷
advertisement
5/6
কাঁচের কোনও জিনিস ও টাকার ওপর এই জীবাণু বেঁচে থাকার স্থায়িত্বকালটা দ্বিতীয়দিন অবধি ৷
কাঁচের কোনও জিনিস ও টাকার ওপর এই জীবাণু বেঁচে থাকার স্থায়িত্বকালটা দ্বিতীয়দিন অবধি ৷
advertisement
6/6
তবে এই মারাত্মক ভয়ের পরিস্থিতি হওয়ার পরেও বিজ্ঞানীরা আরও একবার বলেছেন নিয়মিত হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করলে বাড়িঘর ভালো করে জীবাণুমুক্ত করলে এই রোগকে দূরে সরিয়ে রাখা যায় ৷ কারণ তাঁদের একটাই মত এই রোগের জীবাণু হাতের মধ্যে দিয়ে নাক,মুখ , চোখ দিয়ে ঢুকে সংক্রমিত করে ৷ তাই হাতে যদি জীবাণু লেগে না থাকতে পারে তাহলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকবে না ৷
তবে এই মারাত্মক ভয়ের পরিস্থিতি হওয়ার পরেও বিজ্ঞানীরা আরও একবার বলেছেন নিয়মিত হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করলে বাড়িঘর ভালো করে জীবাণুমুক্ত করলে এই রোগকে দূরে সরিয়ে রাখা যায় ৷ কারণ তাঁদের একটাই মত এই রোগের জীবাণু হাতের মধ্যে দিয়ে নাক,মুখ , চোখ দিয়ে ঢুকে সংক্রমিত করে ৷ তাই হাতে যদি জীবাণু লেগে না থাকতে পারে তাহলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকবে না ৷
advertisement
advertisement
advertisement