চাঞ্চল্যকর রিপোর্ট- মাস্কে এক সপ্তাহ বেঁচে থাকে করোনা ভাইরাস, নোটেও বেঁচে থাকে কয়েকদিন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
খবর যা প্রচণ্ড ভয় দেখাচ্ছে
advertisement
advertisement
শিউড়ে ওঠার মতো ভয়াবহ এই তথ্য সামনে এনেছেন হংকং ইউনিভার্সিটির রিসার্চাররা ৷ হংকংয়ের একটি বহু প্রচলিত সংবাদপত্রে এই রিসার্চ থেকে পাওয়া তথ্য প্রকাশিত হওয়ার পরেই ভয়ের মাত্রা আরও কয়েকগুণ বেড়ে গেছে ৷ তাদের পরিষ্কার কথা স্টিল বা প্লাস্টিকে দিন চারেক ও মাস্কের বাইরের স্তরে এই মারণ ভাইরাস এক সপ্তাহ বেঁচে থাকতে পারে৷
advertisement
advertisement
advertisement
তবে এই মারাত্মক ভয়ের পরিস্থিতি হওয়ার পরেও বিজ্ঞানীরা আরও একবার বলেছেন নিয়মিত হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করলে বাড়িঘর ভালো করে জীবাণুমুক্ত করলে এই রোগকে দূরে সরিয়ে রাখা যায় ৷ কারণ তাঁদের একটাই মত এই রোগের জীবাণু হাতের মধ্যে দিয়ে নাক,মুখ , চোখ দিয়ে ঢুকে সংক্রমিত করে ৷ তাই হাতে যদি জীবাণু লেগে না থাকতে পারে তাহলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকবে না ৷
