Sourav Ganguly: মানবিক সৌরভ! মহারাজের উদ্যোগে দুঃস্থ শহরবাসীকে বিনামূল্যে করোনা টিকা

Last Updated:
করোনা যুদ্ধে ফের শামিল হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিনামূল্যে গরিব মানুষদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করছেন বিসিসিআই প্রেসিডেন্ট।
1/5
*করোনা যুদ্ধে ফের শামিল হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিনামূল্যে গরিব মানুষদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করছেন বিসিসিআই প্রেসিডেন্ট। আগামী ১৩ জুন করোনার টিকা দেওয়া হবে। সৌরভের বাড়ির কাছে বেহালা চৌরাস্তা অঞ্চলেই এই টিকাকরণ হবে। সৌরভের বাড়ি লাগোয়া যে অফিস রয়েছে সেই বিল্ডিংয়েই ব্যবস্থা করা হচ্ছে টিকাকরণের। (Report: ERON ROY BURMAN)
*করোনা যুদ্ধে ফের শামিল হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিনামূল্যে গরিব মানুষদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করছেন বিসিসিআই প্রেসিডেন্ট। আগামী ১৩ জুন করোনার টিকা দেওয়া হবে। সৌরভের বাড়ির কাছে বেহালা চৌরাস্তা অঞ্চলেই এই টিকাকরণ হবে। সৌরভের বাড়ি লাগোয়া যে অফিস রয়েছে সেই বিল্ডিংয়েই ব্যবস্থা করা হচ্ছে টিকাকরণের। (Report: ERON ROY BURMAN)
advertisement
2/5
*একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে এই নিয়ে চুক্তি করে ফেলেছেন মহারাজ। প্রথম দফায় প্রায় ১৫০জন দুঃস্থ মানুষদের টিকাকরণ হবে। কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম এবং দ্বিতীয় ডোজ দুটিই দেওয়া হবে ১৩ জুন। ১৮ বছরের উর্ধ্বে বয়স হলেই এই টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। প্রথম ডোজ নেওয়ার ৮৪ দিন হয়েছে এ রকম ব্যক্তিরা দ্বিতীয় দফার ডোজ নিতে পারবেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের উদ্যোগে এই টিকাকরণ ব্যবস্থা করা হচ্ছে।
*একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে এই নিয়ে চুক্তি করে ফেলেছেন মহারাজ। প্রথম দফায় প্রায় ১৫০জন দুঃস্থ মানুষদের টিকাকরণ হবে। কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম এবং দ্বিতীয় ডোজ দুটিই দেওয়া হবে ১৩ জুন। ১৮ বছরের উর্ধ্বে বয়স হলেই এই টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। প্রথম ডোজ নেওয়ার ৮৪ দিন হয়েছে এ রকম ব্যক্তিরা দ্বিতীয় দফার ডোজ নিতে পারবেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের উদ্যোগে এই টিকাকরণ ব্যবস্থা করা হচ্ছে।
advertisement
3/5
*সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফাউন্ডেশনের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় নাম নথিভুক্ত করার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় সেক্রেটারি সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সৌরভের কর্মচারীরা আগে থেকেই ভ্যাকসিন নেবেন এ রকম ব্যক্তিদের নাম নথিভুক্ত করিয়ে রাখবেন। ১৩ জুন প্রথম দফায় এই টিকাকরণের পর ভবিষ্যতে আরও এ রকম কর্মসূচি নেওয়া হবে ফাউন্ডেশনের উদ্যোগে। সমস্তরকম করোনাবিধি মেনে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছেন সৌরভ। সমস্ত খরচই করবেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। দুবাই যাওয়ার আগে সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ করে গিয়েছেন মহারাজ।
*সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফাউন্ডেশনের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় নাম নথিভুক্ত করার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় সেক্রেটারি সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সৌরভের কর্মচারীরা আগে থেকেই ভ্যাকসিন নেবেন এ রকম ব্যক্তিদের নাম নথিভুক্ত করিয়ে রাখবেন। ১৩ জুন প্রথম দফায় এই টিকাকরণের পর ভবিষ্যতে আরও এ রকম কর্মসূচি নেওয়া হবে ফাউন্ডেশনের উদ্যোগে। সমস্তরকম করোনাবিধি মেনে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছেন সৌরভ। সমস্ত খরচই করবেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। দুবাই যাওয়ার আগে সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ করে গিয়েছেন মহারাজ।
advertisement
4/5
*বর্তমানে সৌরভ দুবাইয়ে রয়েছেন। বোর্ড কর্তাদের সঙ্গে স্থগিত থাকা আইপিএল কিভাবে আয়োজন করা হবে সেই সংক্রান্ত সমস্ত ব্যবস্থা ও পরিকাঠামো খতিয়ে দেখছেন দাদা। সৌরভের সঙ্গে স্ত্রী ডোনা এবং মেয়ে সানাও দুবাইয়ে রয়েছেন। গত বছর থেকেই করোনা যুদ্ধে শামিল মহারাজ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে খাবারের ব্যবস্থা করেছিলেন সৌরভ। আর্থিক সাহায্যের পাশাপাশি চাল-ডাল-সহ সমস্ত প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছিলেন।
*বর্তমানে সৌরভ দুবাইয়ে রয়েছেন। বোর্ড কর্তাদের সঙ্গে স্থগিত থাকা আইপিএল কিভাবে আয়োজন করা হবে সেই সংক্রান্ত সমস্ত ব্যবস্থা ও পরিকাঠামো খতিয়ে দেখছেন দাদা। সৌরভের সঙ্গে স্ত্রী ডোনা এবং মেয়ে সানাও দুবাইয়ে রয়েছেন। গত বছর থেকেই করোনা যুদ্ধে শামিল মহারাজ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে খাবারের ব্যবস্থা করেছিলেন সৌরভ। আর্থিক সাহায্যের পাশাপাশি চাল-ডাল-সহ সমস্ত প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছিলেন।
advertisement
5/5
*করোনার দ্বিতীয় ঢেউ আসার পরও একইভাবে উদ্যোগী সৌরভ। ইতিমধ্যেই করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দান করেছেন। তাঁর কেনা অক্সিজেন কনসেনট্রেটর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। হাসপাতাল ও সংগঠনের হাতে অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেওয়া হচ্ছে। করোনার পাশাপাশি ইয়াস বিধ্বস্ত অঞ্চলগুলোতেও প্রয়োজনীয়় খাদ্য সামগ্রী ও জল ত্রিপল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশন।
*করোনার দ্বিতীয় ঢেউ আসার পরও একইভাবে উদ্যোগী সৌরভ। ইতিমধ্যেই করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দান করেছেন। তাঁর কেনা অক্সিজেন কনসেনট্রেটর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। হাসপাতাল ও সংগঠনের হাতে অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেওয়া হচ্ছে। করোনার পাশাপাশি ইয়াস বিধ্বস্ত অঞ্চলগুলোতেও প্রয়োজনীয়় খাদ্য সামগ্রী ও জল ত্রিপল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশন।
advertisement
advertisement
advertisement