কোনটা করোনার উপসর্গ আর কোনা সাধারণ ঠান্ডা লাগার সমস্যা, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য করা হচ্ছে৷ যদিও তার অধিকাংশই নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য কোনওটাই নয়৷ ফলে এই ধরনের তথ্য উপরে নির্ভর করে কোনও সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়৷ বরং সবমিলিয়ে অসুস্থ ব্যক্তির শরীরে কী কী উপসর্গ রয়েছে তা বিচার করে এবং সর্বোপরি টেস্ট করিয়েই দেখে নেওয়া উচিত যে সংশ্লিষ্ট ব্যক্তি করোনায় আক্রান্ত কি না৷ প্রতীকী ছবি
করোনা আক্রান্তদের মধ্যে সবথেকে বেশি যে উপসর্গ দেখা যাচ্ছে তা হল জ্বর, কাশি এবং ক্লান্তি৷ উপসর্গহীনদের মধ্যে যদিও এই ধরনের কোনও সমস্যাই থাকে না৷ তবে যদি গলা ব্যথার সঙ্গে সঙ্গে করোনার অন্যান্য উপসর্গগুলিও দেখা দেয়, সেক্ষেত্রে অবিলম্বে নিভৃতবাসে চলে যাওয়া উচিত৷ পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ করা উচিত৷প্রতীকী ছবি