দেশের প্রত্যেককে ভ্যাকসিন দিতে ৮০ হাজার কোটি খরচ করতে পারবে সরকার? প্রশ্ন SII কর্তার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
করোনা ভাইরাস ভ্যাকসিনের ১০০ কোটি ডোজ উৎপাদন করার জন্য AstraZeneca-র সঙ্গে চুক্তি করেছে সিরাম ইনস্টিটিউট৷
advertisement
প্রধানমন্ত্রীর দফতরের উদ্দেশ ট্যুইট করে এ দিন আদর পুনাওয়ালা লিখেছেন, 'আগামী এক বছরে কি ৮০ হাজার কোটি টাকার বন্দোবস্ত করতে পারবে কেন্দ্রীয় সরকার? কারণ দেশের প্রত্যেকের জন্য প্রতিষেধক কিনে তা সরবরাহ ও টিকাকরণের জন্য এই পরিমাণ অর্থই প্রয়োজন হবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের৷ এবার এই চ্যালেঞ্জের মোকাবিলা কীভাবে করব, সেটাই এখন প্রধান চিন্তা৷'
advertisement
পুনের সিরাম ইনস্টিটিউট বিশ্বের সবথেকে বড় ভ্যাকিসনের উৎপাদক৷ করোনা ভাইরাসের একাধিক ভ্যাকসিন উৎপাদনের দায়িত্বেও রয়েছে এই সংস্থা৷ তার মধ্যে অন্যতম অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার ভ্যাকসিন৷ করোনার প্রতিষেধক হিসেবে এই ভ্যাকসিনটি নিয়েই গোটা বিশ্বে সবথেকে বেশি চর্চা চলছে৷ দেশে এই ভ্যাকসিনেক ক্লিনিক্যাল ট্রায়ালও চালাচ্ছে সিরাম ইনস্টিটিউট৷
advertisement
করোনা ভাইরাস ভ্যাকসিনের ১০০ কোটি ডোজ উৎপাদন করার জন্য AstraZeneca-র সঙ্গে চুক্তি করেছে সিরাম ইনস্টিটিউট৷ অন্যদিকে গত অগাস্ট মাসে মার্কিন ওষুধ নির্মাতা সংস্থা Novavax-এর সঙ্গে ভারতের মতো অল্প আয়ের দেশগুলির জন্য ওই সংস্থার তৈরি ১০০ কোটি ভ্যাকসিন উৎপাদনের জন্য চুক্তি করেছে সিরাম ইনস্টিটিউট৷ সম্প্রতি সেই চুক্তিতে পরিবর্তন করে বছরে ২০০ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের জন্য দু' পক্ষের চুক্তি হয়েছে৷
advertisement