সারাকে মাস্ক পরে দেখতে পাওয়া গিয়েছে ৷ করোনার দ্বিতীয় ঢেউ সারা দেশকে যেভাবে কাবু করেছে ৷ বহু বিধি নিষেধ মেনে চলতে হয় ৷ মারণ জীবাণু রুখতে কঠোর হয়েছে প্রশাসনও, এমনকী মাস্ক না পরে বাইরে বেরলো সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ (Pics- Viral Bhayani).