COVID19 Vaccine: ভ্যাকসিনের ঘাটতি, বেসরকারি কেন্দ্রে টিকাকরণ বন্ধ করল BMC
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বৃহন মুম্বই কর্পোরেশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে জানানো হয়েছে যে, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ থাকবে বেসরকারি টিকাকরণ কেন্দ্রগুলি৷ কারণ ভ্যাকসিন ডোজে ঘাটতি রয়েছে মহারাষ্ট্রে৷
•মহারাষ্ট্রে সপ্তাহান্তের লকডাউন (Mumbai Lockdown) শুরু হয়েছে৷ তার মধ্যেই নতুন নির্দেশিকা জারি করেছে বৃহন মুম্বই কর্পোরেশন (BMC)৷ জানানো হয়েছে যে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সমস্ত বেসরকারি (Private Vaccine Centre) কেন্দ্রে বন্ধ থাকবে টিকাকরণ কর্মসূচী৷ কারণ মহারাষ্ট্রে ভ্যাকসিন ডোজের ঘাটতি পড়েছে৷ জানিয়েছেন পুরসভা৷ তাই বেসরকারি কেন্দ্র বা হাসপাতাল যেখানে করোনা টিকাকরণ প্রক্রিয়া চলছিল, সেগুলিকে আপাতত বন্ধ রাখা হয়েছে৷ তবে সরকারি হাসপাতালে চলবে টিকাকরণ৷
advertisement
advertisement
advertisement
•সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে ১০ এপ্রিল শনিবার দুপুর ১২ থেকে সন্ধে ৬টা পর্যন্ত এবং ১১ এপ্রিল সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে টিকাকরণ৷ এই সময় কার্ফু চললেও হাসপাতালে আসতে বিশেষ ছাড়া পাবেন মানুষজন৷ কেইএম হাসপাতাল, নায়র হাসপাতাল, রাজওয়াড়ি হাসপাতাল, মহিম মেটার্নিটি হাসপাতাল এবং বিকেসি জাম্বো কোভিড সেন্টারে টিকা পাওয়া যাবে৷
advertisement
advertisement