কথায় বলে চিনা জিনিসের ভরসা নেই ৷ বিপদের সময়েই আসল বন্ধুকে চেনা যায় ৷ এই দুই প্রবচনই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে পাকিস্তান ৷ করোনা ভাইরাস সংক্রমণে বেহাল দশা পাকিস্তানের ৷ সাহায্যের জন্য চিনের দিকে হাত বাড়িয়ে যা পেল ইসলামাবাদ ৷ জানলে চমকে উঠবেন৷ ঘটনার কথা বলতে গিয়ে এক পাকিস্তানি চ্যানেল বলে, ‘চায়না নে হামে চুনা লাগা দিয়া’
করোনার থেকে দেশের মানুষ ও স্বাস্থ্যকর্মী চিকিৎসকদের সুরক্ষার জন্য সুরক্ষা সামগ্রী নিয়ে সাহায্য চেয়েছিল পাকিস্তান ৷ জবাবে সেরা কোয়ালিটির সুরক্ষা সামগ্রী পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল চিনও ৷ কিন্তু সে প্রতিশ্রুতি আর রাখল কই ৷ পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, N95 উৎকৃষ্ট কোয়ালিটির মাস্কের বদলে চিন পাঠিয়েছে জাঙিয়া !
পাকিস্তানে সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী চিনের পাঠানো এই জাঙিয়া মাস্ক-এর পার্সেল সরকার চেক না করেই পাঠিয়ে দেয় বিভিন্ন হাসপাতালে ৷ ইতিমধ্যেই সিন্ধু প্রদেশের বিভিন্ন হাসপাতালে ৷ এমন বিচ্ছিরি অস্বাস্থ্যকর মাস্ক পরতে অস্বীকার করেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ৷ দেশের এমন পরিস্থিতিতে সরকারের এমন মস্করায় ক্ষুব্ধ জনসাধারণ ৷ এমন ঘটনায় ইমরান খান সরকারের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ ৷