

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ৷ এখন করোনা আক্রান্তের বিচারে পৃথিবীতে ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। সংক্রমণ ঠেকাতে বাড়ির বাইরে বেরলেই মুখ-নাক ঢাকা বাধ্যতামূলক। কিন্তু সম্প্রতি মধ্যপ্রদেশে জারি হওয়া নয়া নির্দেশিকায় হতভম্ব সকলেই ৷ রাজ্য সরকারের নির্দেশ সোনার গয়নার দোকান, ব্যাঙ্কে ঢোকান আগে কিছুক্ষণের জন্য খুলতে হবে মাস্ক ৷


করোনা সংক্রমণ রুখতে দাওয়াই মাস্ক। সেই মাস্ক-ই এখন চিন্তার কারণ পুলিশকর্তাদের। মাস্কের আড়ালে দুষ্কৃতিদের অপরাধের প্রবণতা বাড়ার শঙ্কায় এই নির্দেশিকা ৷


সিসিটিভিতে আগত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার জন্যই এই নির্দেশিকা ৷ মধ্যপ্রদেশ সরকারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ব্যাঙ্ক ও গয়নার দোকানে প্রবেশের আগে সিসিটিভির সামনে অন্তত ৩০ সেকেন্ড মাস্ক খুলে রাখতে হবে ৷ ছবি রেকর্ড হয়ে গেলে নিরাপত্তারক্ষীরা সবুজ সঙ্কেত দেখালে ক্রেতারা ৷ মাস্ক পরে প্রবেশ করতে পারবেন দোকানে ৷


মাস্কের আড়ালে কোনও অপরাধী ব্যাঙ্ক বা গয়নার দোকানে কোনও চুরি বা ডাকাতি করলে তাদের খুঁজে বের করতে কালঘাম ছুটে যাবে তদন্তকারীদের ৷ তেমন ঘটনা রুখতেই এমন ব্যবস্থা ৷ তবে সব জায়গায় অপরাধ আটকাতে আরও বেশি সিসিটিভির নজরদারির ব্যবস্থার করার দিকে জোর দিয়েছে প্রশাসন ৷ সেরকম ক্ষেত্রে অপরাধীর পোশাক দেখেও চেনার কাজে দরকার সিসিটিভি ফুটেজ ৷