Coronavirus 3rd Wave: চলে এল করোনার তৃতীয় ঢেউ? মহারাষ্ট্রের ১ জেলাতেই আক্রান্ত ৮,০০০ শিশু
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রে বরাবরই করোনা সংক্রমণ লাগাম ছাড়া আকার ধারণ করেছে । প্রথম ঢেউ এবং দ্বিতীয় ঢেউয়ের সময় এই একই অবস্থা দেখা গিয়েছে ।
advertisement
advertisement
• এ বার তৃতীয় ঢেউ-ও আছড়ে পড়তে চলেছে আরব সাগরের পাড়ে । তৃতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমণের আশঙ্কা বেশি থাকায় আগে থেকে সাবধান হয়েছিল মহারাষ্ট্র প্রশাসন । সেখানে শিশুদের জন্য বিশেষ সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে । শিশুদের সংক্রমণের কথা মাথায় রেখে হাসপাতাল গুলিকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে ।
advertisement
advertisement
