Lockdown 4.0: রাজ্যের নয়া গাইডলাইন, শর্তসাপেক্ষে খুলছে সেলুন, চলবে অটো আর কোন কোন বিষয়ে মিলল ছাড় দেখে নিন

Last Updated:
চতুর্থ দফা লকডাউনের মেয়াদ বাড়ার পর রাজ্যের নয়া গাইডলাইন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
1/7
রাজ্যেও বাড়ল লকডাউনের মেয়াদ ৷ ধীরে ধীরে লকডাউনে ছাড় দেওয়ার কথা আগেই হয়েছিল ৷ চতুর্থ দফা লকডাউনের মেয়াদ বাড়ার পর রাজ্যের নয়া গাইডলাইন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শর্ত সাপেক্ষে রাজ্যে খুলবে সেলুন-বিউটি পার্লার ৷ সামাজিক দূরত্বের বিধি মেনে শুরু হবে অটো চলাচল ৷ দেখে নিন লকডাউনের চতুর্থ দফায় কোন কোন বিষয়ে ছাড় দিল রাজ্য সরকার
রাজ্যেও বাড়ল লকডাউনের মেয়াদ ৷ ধীরে ধীরে লকডাউনে ছাড় দেওয়ার কথা আগেই হয়েছিল ৷ চতুর্থ দফা লকডাউনের মেয়াদ বাড়ার পর রাজ্যের নয়া গাইডলাইন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শর্ত সাপেক্ষে রাজ্যে খুলবে সেলুন-বিউটি পার্লার ৷ সামাজিক দূরত্বের বিধি মেনে শুরু হবে অটো চলাচল ৷ দেখে নিন লকডাউনের চতুর্থ দফায় কোন কোন বিষয়ে ছাড় দিল রাজ্য সরকার
advertisement
2/7
২১ মে থেকে রাজ্যে খোলা থাকবে সেলুন ও ‌বিউটি পার্লার। ফলে দীর্ঘ সময় পর খুলছে সেলুন-বিউটি পার্লার।  তবে সর্বত্র মানতে হবে স্বাস্থ্যবিধি। স্যানিটাইজ করতে হবে কাঁচি-চিরুনি ৷ Photo- Representive
২১ মে থেকে রাজ্যে খোলা থাকবে সেলুন ও ‌বিউটি পার্লার। ফলে দীর্ঘ সময় পর খুলছে সেলুন-বিউটি পার্লার। তবে সর্বত্র মানতে হবে স্বাস্থ্যবিধি। স্যানিটাইজ করতে হবে কাঁচি-চিরুনি ৷ Photo- Representive
advertisement
3/7
২৭ মে থেকে রাজ্যে শুরু হবে অটো চলাচল ৷ প্রতি অটোয় দুজন করে ব্যক্তি বসতে পারবেন ৷ মানতে হবে সামাজিক দূরত্ববিধি ৷
২৭ মে থেকে রাজ্যে শুরু হবে অটো চলাচল ৷ প্রতি অটোয় দুজন করে ব্যক্তি বসতে পারবেন ৷ মানতে হবে সামাজিক দূরত্ববিধি ৷
advertisement
4/7
২১ মে থেকে রাজ্যের এক জেলা থেকে অন্য জেলাতে চলবে বাস ৷ কিন্তু সেক্ষেত্রেও মানতে হবে সুরক্ষাবিধি ৷ Representational Image
২১ মে থেকে রাজ্যের এক জেলা থেকে অন্য জেলাতে চলবে বাস ৷ কিন্তু সেক্ষেত্রেও মানতে হবে সুরক্ষাবিধি ৷ Representational Image
advertisement
5/7
জোড় বিজোড় নীতি মেনে খুলবে হকার্স মার্কেট ৷ জোড়-বিজোড় এই পাস দেবে পুলিশ ৷ সপ্তাহে একদিন জোড় সংখ্যার পাস পাওয়া দোকান খুলবে ৷ পরেরদিন বিজোড় সংখ্যার পাসের দোকান গুলি খুলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ দোকান খোলার পরও মানতে হবে সামাজিক দূরত্ব বিধি ৷
জোড় বিজোড় নীতি মেনে খুলবে হকার্স মার্কেট ৷ জোড়-বিজোড় এই পাস দেবে পুলিশ ৷ সপ্তাহে একদিন জোড় সংখ্যার পাস পাওয়া দোকান খুলবে ৷ পরেরদিন বিজোড় সংখ্যার পাসের দোকান গুলি খুলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ দোকান খোলার পরও মানতে হবে সামাজিক দূরত্ব বিধি ৷
advertisement
6/7
একদিন অন্তর ৫০ শতাংশ কর্মী নিয়ে খুলবে সরকারি ও বেসরকারি অফিস ৷
একদিন অন্তর ৫০ শতাংশ কর্মী নিয়ে খুলবে সরকারি ও বেসরকারি অফিস ৷
advertisement
7/7
রেস্টুরেন্ট না খুললেও হোটেল খোলার ব্যাপারে সবুজ সংকেত দিল রাজ্য ৷
রেস্টুরেন্ট না খুললেও হোটেল খোলার ব্যাপারে সবুজ সংকেত দিল রাজ্য ৷
advertisement
advertisement
advertisement