রাজ্যেও বাড়ল লকডাউনের মেয়াদ ৷ ধীরে ধীরে লকডাউনে ছাড় দেওয়ার কথা আগেই হয়েছিল ৷ চতুর্থ দফা লকডাউনের মেয়াদ বাড়ার পর রাজ্যের নয়া গাইডলাইন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শর্ত সাপেক্ষে রাজ্যে খুলবে সেলুন-বিউটি পার্লার ৷ সামাজিক দূরত্বের বিধি মেনে শুরু হবে অটো চলাচল ৷ দেখে নিন লকডাউনের চতুর্থ দফায় কোন কোন বিষয়ে ছাড় দিল রাজ্য সরকার
[caption id="attachment_451575" align="alignnone" width="1614"] জোড় বিজোড় নীতি মেনে খুলবে হকার্স মার্কেট ৷ জোড়-বিজোড় এই পাস দেবে পুলিশ ৷ সপ্তাহে একদিন জোড় সংখ্যার পাস পাওয়া দোকান খুলবে ৷ পরেরদিন বিজোড় সংখ্যার পাসের দোকান গুলি খুলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ দোকান খোলার পরও মানতে হবে সামাজিক দূরত্ব বিধি ৷