Kolkata Coronavirus | Police Checking: বেনজির কড়া হচ্ছে পুলিশ, মাস্ক না পরলে এবার অপেক্ষায় বড় ভোগান্তি! শুরু ধরপাকড়...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
পুজোর পর থেকেই ফের রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে (Kolkata Coronavirus | Police Checking)।
পুজোয় দেদার আড্ডা, ভিড়ে ঠাসাঠাসি করে প্যান্ডেল হপিং। করোনা পরিস্থিতিতে (Corona in Kolkata) এবার সেই আনন্দেরই মাশুল গুণতে হবে মহানগরীকে। কারণ পুজোর পর থেকেই ফের রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে (Kolkata Coronavirus | Police Checking)। পুলিশও ফের কড়া হাতে সামাল দিতে শুরু করেছে পরিস্থিতি (Kolkata Coronavirus | Police Checking)।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দিন দুই আগেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতার নগরপাল সহ বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ ওই বৈঠকেও কলকাতায় কঠোর ভাবে করোনা সংক্রান্ত বিধিনিষেধ লাগু করার জন্য পুলিশ কমিশনারকে নির্দেশ দেন তিনি৷ পাশাপাশি যে এলাকাগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বাড়ছে, সেই এলাকায় কন্টেইনমেন্ট জোন চালু করার নির্দেশও দিয়েছেন মুখ্যসচিব। ছবি ও তথ্য-- অর্পিতা হাজরা