রাত দশ'টার মধ্যে শেষ করতেই হবে বর্ষবরণ উৎসব, জমায়েতে কড়া নিষেধাজ্ঞা, নির্দেশিকা কেরল প্রশাসনের
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
করোনার জেরে এবারে দুর্গাপুজো, মহরম, ইদ সবই সারতে হয়েছে কোনওমতে। কারণ করোনা সংক্রমণে রাশ টানতে মূল হাতিয়ারই সামাজিক দূরত্ব বজায় রাখা। এ বারে করোনার জেরে কড়া নিষেধাজ্ঞা বর্ষবরণের উৎসবেও।
*করোনার জেরে মার্চের পর থেকে সব কিছুই যেন ওলোট-পালোট হয়ে গিয়েছে। স্কুল কলেজ-সহ দেশ-বিদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। মাসের পর মাস ধরে বন্ধ ছিল বিমান পরিষেবা। চিনের ইউহান প্রদেশে ২০১৯ সালের নভেম্বর মাস থেকে করোনা প্রভাব বিস্তার শুরু করলে মার্চের পরে আমাদের দেশেও করোনার প্রভাব পড়তে শুরু করে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*বিজ্ঞপ্তিতে উল্লিখিত, করোনা পরিস্থিতির মধ্যে বর্ষবরণের রাতে কোনও জমায়েতের ফলে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। সেক্ষেত্রে পরিস্থিতি ফের খারাপ হবে নতুন করে। ফলে অতিমারী আইন কোনওভাবেই লঙ্ঘন করা যাবে না। পাশাপাশি, যাঁরা বাইরে এরবেন, তাঁদের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক। সামাজিক দূরত্ব মানতে হবে যথাযথ। সংগৃহীত ছবি।