স্পেশাল ট্রেনের নিয়মে বড় বদল, এই বিধি না মানলে যাত্রা নিষেধ

Last Updated:
জধানীর ধাঁচের ট্রেনগুলিতে বাড়ি ফিরছেন বহু মানুষ। এবার সেই ট্রেনে চড়ার বিধিতেই বদল আনল রেল।
1/7
পনেরোটি রুটে চালু হয়েছে বিশেষ ট্রেন। রাজধানীর ধাঁচের ট্রেনগুলিতে বাড়ি ফিরছেন বহু মানুষ। এবার সেই ট্রেনে চড়ার বিধিতেই বদল আনল রেল।
পনেরোটি রুটে চালু হয়েছে বিশেষ ট্রেন। রাজধানীর ধাঁচের ট্রেনগুলিতে বাড়ি ফিরছেন বহু মানুষ। এবার সেই ট্রেনে চড়ার বিধিতেই বদল আনল রেল।
advertisement
2/7
সম্প্রতি রাজ্যের কোয়ারেন্টাইন বিধি না মানায় এক ব্যক্তিকে দিল্লি-বেঙ্গেলুরু স্পেশাল ট্রেনে নেওয়া হয়নি। তখন থেকেই চলছে নতুন নিয়ম কার্যকর করার চিন্তাভাবনা।
সম্প্রতি রাজ্যের কোয়ারেন্টাইন বিধি না মানায় এক ব্যক্তিকে দিল্লি-বেঙ্গেলুরু স্পেশাল ট্রেনে নেওয়া হয়নি। তখন থেকেই চলছে নতুন নিয়ম কার্যকর করার চিন্তাভাবনা।
advertisement
3/7
রেল সূত্রে খবর, এবার থেকে রাজ্যের কোয়ারেন্টাইন বিধি না মানলে চড়া যাবে না।
রেল সূত্রে খবর, এবার থেকে রাজ্যের কোয়ারেন্টাইন বিধি না মানলে চড়া যাবে না।
advertisement
4/7
আইআরসিটিস ওয়েবসাইটে এই কথা জানানো হয়েছে। বলা হয়েছে টিকিট কাটার সময়েই একটি পপ আপ আসবে স্ক্রিনে। সেখানেই জানতে চাওয়া হবে সাম্ভব্য যাত্রী সমস্ত  স্বাস্থ্যবিধি মেনেছেন কি না।
আইআরসিটিস ওয়েবসাইটে এই কথা জানানো হয়েছে। বলা হয়েছে টিকিট কাটার সময়েই একটি পপ আপ আসবে স্ক্রিনে। সেখানেই জানতে চাওয়া হবে সাম্ভব্য যাত্রী সমস্ত স্বাস্থ্যবিধি মেনেছেন কি না।
advertisement
5/7
টিকিট কাটতে গেলে সেই প্রশ্নের উত্তরে 'ওকে' বোতাম টিপতে হবে যাত্রীকে।
টিকিট কাটতে গেলে সেই প্রশ্নের উত্তরে 'ওকে' বোতাম টিপতে হবে যাত্রীকে।
advertisement
6/7
একই সঙ্গে যাত্রীর কাছে আরোগ্যসেতু অ্যাপটি রয়েছে কিনা তাও জানতে চাওয়া হবে।
একই সঙ্গে যাত্রীর কাছে আরোগ্যসেতু অ্যাপটি রয়েছে কিনা তাও জানতে চাওয়া হবে।
advertisement
7/7
যদি কোনও যাত্রী  কোয়ারেন্টাই বিধি সংক্রান্ত প্রশ্নের উত্তরে 'না'  বলেন তবে ট্রেনে চড়তে পারবেন না তিনি।
যদি কোনও যাত্রী কোয়ারেন্টাই বিধি সংক্রান্ত প্রশ্নের উত্তরে 'না' বলেন তবে ট্রেনে চড়তে পারবেন না তিনি।
advertisement
advertisement
advertisement