Corona Second Wave: করোনা আক্রান্ত শ্বশুরকে পিঠে করে চিকিৎসার উদ্দেশে রওনা বউমার, মারণ ভাইরাসের কবলে তিনিও
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
কেউ বাড়িয়ে দিলনা সাহায্যের হাত, এমন এক মন ছুঁয়ে যাওয়ার ঘটনা বারেবারে প্রমাণ করে বউমা আসলে পরের মেয়ে নয়, তিনি ঘরের মেয়েই বটে
advertisement
থুলেশ্বর দাস করোনা আক্রান্ত হওয়ার পরে চিকিৎসকেরা যখন পরীমর্শ দিয়েছেন হাসপাতালে ভর্তি হওয়ার, বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব রয়েছে কিছুটা ৷ করোনা আক্রান্ত শ্বশুরকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময়ে কারোর সাহায্য না পেয়ে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ৷ নীহারিকা নিজের পিঠে শ্বশুরকে বসিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছেন বউমা ৷ এরফলে নীহারিকাও করোনা আক্রান্ত হয়েছেন ৷
advertisement
advertisement
