আকাশপথে Oxygen বহনে বিপদ, খালি ট্যাঙ্কার উড়িয়ে নিয়েই সময় বাঁচাচ্ছে বায়ুসেনা

Last Updated:
1/8
দেশের একের পর এক রাজ্যে তীব্র হচ্ছে অক্সিজেন সংকট৷ পশ্চিমে মহারাষ্ট্র থেকে শুরু করে উত্তরে দিল্লি বা উত্তর প্রদেশ৷ করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে অক্সিজেনের জন্য হাহাকার৷ এই পরিস্থিতিতে রাজ্যগুিলতে দ্রুত অক্সিজেন পৌঁছনোর জন্য আসরে নামল ভারতীয় বায়ু সেনা৷
দেশের একের পর এক রাজ্যে তীব্র হচ্ছে অক্সিজেন সংকট৷ পশ্চিমে মহারাষ্ট্র থেকে শুরু করে উত্তরে দিল্লি বা উত্তর প্রদেশ৷ করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে অক্সিজেনের জন্য হাহাকার৷ এই পরিস্থিতিতে রাজ্যগুিলতে দ্রুত অক্সিজেন পৌঁছনোর জন্য আসরে নামল ভারতীয় বায়ু সেনা৷
advertisement
2/8
ভারতীয় বায়ু সেনা নিজেদের বিমানগুলিতে করে খালি অক্সিজেন ট্যাঙ্কারগুলিকে আকাশপথে অক্সিজেন ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছে দিচ্ছে৷ অক্সিজেন ভরে ট্যাঙ্কারগুলি সড়কপথে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে৷
ভারতীয় বায়ু সেনা নিজেদের বিমানগুলিতে করে খালি অক্সিজেন ট্যাঙ্কারগুলিকে আকাশপথে অক্সিজেন ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছে দিচ্ছে৷ অক্সিজেন ভরে ট্যাঙ্কারগুলি সড়কপথে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে৷
advertisement
3/8
ভারতীয় বায়ুসেনার সি-১৭, আইএল- ৭৬, সি-১৩০ জে, এএন- ৩২ এবং আভরস বিমানগুলিকে এই কাজে লাগানো হয়েছে৷ এর ফলে অক্সিজেন নেওয়ার জন্য ট্যাঙ্কারগুলি অনেক দ্রুত ফিলিং স্টেশনে পৌঁছতে পারছে৷
ভারতীয় বায়ুসেনার সি-১৭, আইএল- ৭৬, সি-১৩০ জে, এএন- ৩২ এবং আভরস বিমানগুলিকে এই কাজে লাগানো হয়েছে৷ এর ফলে অক্সিজেন নেওয়ার জন্য ট্যাঙ্কারগুলি অনেক দ্রুত ফিলিং স্টেশনে পৌঁছতে পারছে৷
advertisement
4/8
যেমন উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দান বায়ুসেনা ঘাঁটি থেকে খালি ট্যাঙ্কার নিয়ে পশ্চিমবঙ্গের পানাগড়ে পৌঁছে দিচ্ছে বায়ুসেনার বিমান৷ এ রাজ্য থেকে অক্সিজেন ভরে সড়ক পথেই অন্যান্য রাজ্যের দিকে রওনা হয়ে যাচ্চে ট্যাঙ্কারগুলি৷ একই ভাবে গুজরাতের জামনগরে খালি ট্যাঙ্কার পৌঁছে দিয়েছে বায়ুসেনার বিমান৷ সেখান থেকে অক্সিজেন ভরে মধ্যপ্রদেশের ইন্দোরে ফিরবে ওই ট্যাঙ্কার৷
যেমন উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দান বায়ুসেনা ঘাঁটি থেকে খালি ট্যাঙ্কার নিয়ে পশ্চিমবঙ্গের পানাগড়ে পৌঁছে দিচ্ছে বায়ুসেনার বিমান৷ এ রাজ্য থেকে অক্সিজেন ভরে সড়ক পথেই অন্যান্য রাজ্যের দিকে রওনা হয়ে যাচ্চে ট্যাঙ্কারগুলি৷ একই ভাবে গুজরাতের জামনগরে খালি ট্যাঙ্কার পৌঁছে দিয়েছে বায়ুসেনার বিমান৷ সেখান থেকে অক্সিজেন ভরে মধ্যপ্রদেশের ইন্দোরে ফিরবে ওই ট্যাঙ্কার৷
advertisement
5/8
অক্সিজেন যেহেতু অতি দাহ্যশীল, তাই আকাশপথে তা নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ৷ গ্যাস আকারে তা নিয়ে যাওয়া গেলেও চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজনীয় লিক্যুইড অক্সিজেন বিমানে পরিবহণ নিষিদ্ধ৷
অক্সিজেন যেহেতু অতি দাহ্যশীল, তাই আকাশপথে তা নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ৷ গ্যাস আকারে তা নিয়ে যাওয়া গেলেও চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজনীয় লিক্যুইড অক্সিজেন বিমানে পরিবহণ নিষিদ্ধ৷
advertisement
6/8
যাত্রীবাহী এবং পণ্যবাহী বিমানে নির্দিষ্ট আইন মেনে ছোট অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়৷ কিন্তু সামরিক বিমানের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়৷
যাত্রীবাহী এবং পণ্যবাহী বিমানে নির্দিষ্ট আইন মেনে ছোট অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়৷ কিন্তু সামরিক বিমানের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়৷
advertisement
7/8
তবে শুধু অক্সিজেন পরিবহণই নয়, এর পাশাপাশি কোচি, মুম্বাই, বিশাখাপত্তনম এবং বেঙ্গালুরু থেকে চিকিৎসক এবং নার্সদের দিল্লিতে ডিআরডিও-র পাঁচশো বেডের কোভিড হাসপাতালে পৌঁছে দিয়েছে বায়ুসেনা৷ আবার একটি মোবাইল করোনা টেস্টিং ল্যাবের সরঞ্জামও লেহতে পৌঁছে দিয়েছে বায়ুসেনা৷
তবে শুধু অক্সিজেন পরিবহণই নয়, এর পাশাপাশি কোচি, মুম্বাই, বিশাখাপত্তনম এবং বেঙ্গালুরু থেকে চিকিৎসক এবং নার্সদের দিল্লিতে ডিআরডিও-র পাঁচশো বেডের কোভিড হাসপাতালে পৌঁছে দিয়েছে বায়ুসেনা৷ আবার একটি মোবাইল করোনা টেস্টিং ল্যাবের সরঞ্জামও লেহতে পৌঁছে দিয়েছে বায়ুসেনা৷
advertisement
8/8
অন্যদিকে ভারতীয় রেল পথে সেনার ট্যাঙ্ক এবং কামান বহনের জন্য ব্যবহৃত ৩২টি সুবিশাল ওয়াগনকেও অক্সিজেন পরিবহণের কাজে লাগানো হয়েছে৷
অন্যদিকে ভারতীয় রেল পথে সেনার ট্যাঙ্ক এবং কামান বহনের জন্য ব্যবহৃত ৩২টি সুবিশাল ওয়াগনকেও অক্সিজেন পরিবহণের কাজে লাগানো হয়েছে৷
advertisement
advertisement
advertisement