মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমোদন এসেছিল আগেই। এবার ভারতও সেই পথেই হাঁটল। জরুরি ভিত্তিতে করোনা সংক্রমিতের শরীরে রেমডিসিভির প্রয়োগের অনুমতি দিল ভারত। রেমডিসিভিরই এখনও পর্যন্ত প্রযুক্ত ওষুধ যা ব্যবহারের পর করোনা রোগাী কিছুটা সাড়া দিতে শুরু করেছেন। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ১ জুন করোনা রোগীর শরীরে প্রয়োজনের ভিত্তিতে পাঁচটি দফায় (ডোজে) ব্যবহারের আশ্বাস দিয়েছেন। আগেই রেমডিসিভির ব্যবহারের অনুমতি দিয়েছিল মার্কিন ও জাপান কর্তৃপক্ষ। ইতিমধ্যে রেমডিসিভির নির্মাতা সংস্থা গিলেড ভারত এবং পাকিস্তানের পাঁচটি সংস্থার সঙ্গে নন এক্সক্লুসিভ চুক্তি করেছে।