•৪ মাসে ২৫০ কোটি টাকার করোনিল বিক্রি করেছে পতঞ্জলি৷ করোনা অতিমারীর সময় বাজারে আসার পর বিক্রি হয়েছে আড়াই লক্ষ করোনিল কিট৷ সংস্থার পক্ষ থেকে এই তথ্য তুলে ধরা হয়েছে তাঁদের ওয়েবসাইটে৷ প্রথমে করোনা দাওয়াই হিসেবে করোনিলের প্রচার করে পতঞ্জলি৷ পরবর্তীতে ঘোষণা করা হয় যে, করোনিল করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতার বাড়াবে৷