৪ মাসে ২৫০ কোটি টাকার করোনিল কিট বিক্রি করল পতঞ্জলি, যাঁরা কিনলেন...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
২৩ জুন করোনিলের প্রচার করে কিছুটা সমস্যায় পড়েছিল পতঞ্জলি৷ করোনার প্রতিষেধক করোনিল, এমনই প্রচার করেছিল সংস্থা৷ ফলে শুরু হয়েছিল বিতর্ক৷
•৪ মাসে ২৫০ কোটি টাকার করোনিল বিক্রি করেছে পতঞ্জলি৷ করোনা অতিমারীর সময় বাজারে আসার পর বিক্রি হয়েছে আড়াই লক্ষ করোনিল কিট৷ সংস্থার পক্ষ থেকে এই তথ্য তুলে ধরা হয়েছে তাঁদের ওয়েবসাইটে৷ প্রথমে করোনা দাওয়াই হিসেবে করোনিলের প্রচার করে পতঞ্জলি৷ পরবর্তীতে ঘোষণা করা হয় যে, করোনিল করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতার বাড়াবে৷
advertisement
advertisement
•২৩ জুন নিজেদের এই পণ্য বাজারে নিয়ে আসে পতঞ্জলি৷ কিন্তু তারপর থেকে করোনিল নিয়ে শুরু হয় নানা বিতর্ক৷ কারণ প্রথমে করোনার ওষুধ হিসেবে করোনিলের প্রচার করে পতঞ্জলি৷ করোনা রোগীর ওপর পরীক্ষায় ১০০ শতাংশ কাজ করেছে করোনিল, এমনই দাবি করা হয়৷ যদিও করোনা আক্রান্ত হয়ে যারা লাইফ সাপোর্টে রয়েছে, তাদের এই তালিকা থেকে বাদ রাখা হয়৷ অর্থাৎ একপ্রকার করোনার ওষুধ হিসেবে করোনিলের প্রচার করে পতঞ্জলি৷ আর এতেই বিতর্কের মুখে পড়ে তারা৷
advertisement
advertisement
advertisement