

করোনা ভাইরাস রুখতে সুস্থ ও অসুস্থ প্রত্যেক মানুষেরই মাস্ক পরা বাধ্যতামূলক বলে চলছে প্রচার ৷ কিন্তু চাহিদা অনুযায়ী মাস্কের যোগান কোথায়? কিন্তু তাতেও চিন্তার কিছু নেই ৷ গবেষক থেকে চিকিৎসক, সকলেই বলছেন নিজের মাস্ক আপনি নিজেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন, এবং সেই মাস্ক কোনও অংশে কম উপকারি নয় ৷ বরং উল্টে কোনও কোনও ক্ষেত্রে বিশেষ লাভজনকও৷


কারণ বিজ্ঞানসম্মত যে মাস্ক তৈরি হয় তা বেশি বার ব্যবহার করা যায় না ৷ কিন্তু ঘরোয়া মাস্ক অনায়াসে কেচে-ধুয়ে আপনি বারবার ব্যবহার করতে পারবেন ৷ তাই নির্দ্বিধায় বাড়িতে তৈরি করুন মাস্ক আর সেই মাস্কে রাখুন ভরসা ৷ Representational Image


আসুন ঘরে মাস্ক তৈরির আগে জেনে নিই কোন মেটেরিয়াল করোনা ভাইরাস আটকাতে সবথেকে কার্যকর ৷ বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক তৈরির সবথেকে ভাল মেটেরিয়াল হল ভ্যাকুয়াম ক্লিনারে ব্যবহার হওয়া ব্যাগ ৷ ৮৬ শতাংশ কার্যকর ৷ এরপরেই রয়েছে ডিস টাওয়েল যা ৭৩ শতাংশ কার্যকর ৷


৭০ শতাংশ কার্যকর আমাদের ঘরে ব্যবহারের কটনের কাপড় ৷ লিনেনের কাপড় মাস্কে ব্যবহার করলেও খারাপ নয় ৷ বিশেষজ্ঞরা বলছেন লিনেন মাস্ক ৬২ শতাংশ কার্যকর ৷ বালিশের ওয়াড় দিয়েও মাস্ক তৈরি করা যায় ৷


সিল্কের কাপড়ের মাস্ক ৫৪ শতাংশ কার্যকরী ৷ সবথেকে সহজ গেঞ্জির কাপড় দিয়ে মাস্ক তৈরি করা ৷ ৫১ শতাংশ কাজ করবে ৷ মাস্ক হিসেবে স্কার্ফ ব্যবহার করলে তা ৪৯ শতাংশ কাজের হবে ৷