করোনা মারণ আতঙ্কে বাইরে বেরোনো নিষেধ, ঘরে বসেই আনিয়ে নিন টাকা

Last Updated:
অনেক বড় বাঙ্ক নিজের গ্রাহকদের ডোরস্টেপ ডেলিভারি সুবিধাটি দিয়ে থাকে
1/6
মঙ্গলবার ফের দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ করোনা ভাইরাসের মোকাবিলার জন্য মঙ্গলবার রাত ১২ টা থেকে ২১দিনের জন্য ন্যাশনাল লকডাউনের ঘোষণা করলেন মোদি ৷ এই রকম সময় আপনার যদি কোনও কাজের জন্য নগদ টাকার দরকার পড়ে আর আপানার কাছে সেই মুহূর্তে ক্যাশ নেই তো কী হবে।
মঙ্গলবার ফের দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ করোনা ভাইরাসের মোকাবিলার জন্য মঙ্গলবার রাত ১২ টা থেকে ২১দিনের জন্য ন্যাশনাল লকডাউনের ঘোষণা করলেন মোদি ৷ এই রকম সময় আপনার যদি কোনও কাজের জন্য নগদ টাকার দরকার পড়ে আর আপানার কাছে সেই মুহূর্তে ক্যাশ নেই তো কী হবে।
advertisement
2/6
চিন্তা করবেন না, এই পরিস্থিতিতে আপনি নিজের বাড়িতে বয়সেই বাঙ্ক থেকে টাকা । SBI, ICICI, Axis, Kotak মতো এমন অনেক বড় বাঙ্ক নিজের গ্রাহকদের ডোরস্টেপ ডেলিভারি সুবিধাটি দিয়ে থাকে।
চিন্তা করবেন না, এই পরিস্থিতিতে আপনি নিজের বাড়িতে বয়সেই বাঙ্ক থেকে টাকা । SBI, ICICI, Axis, Kotak মতো এমন অনেক বড় বাঙ্ক নিজের গ্রাহকদের ডোরস্টেপ ডেলিভারি সুবিধাটি দিয়ে থাকে।
advertisement
3/6
আইসিআইসিআই বাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, ঘরে ক্যাশ ডেলিভারির জন্য ওয়েবসাইটে গিয়ে Bank@homeservice লগইন করতে হবে। বা আপনি কাস্টোমারকেয়ারে ফোন করেও এই সুবিধাটি উপলব্ধি করতে পারেন। নগদ টাকার জন্য অনুরধ করতে হবে সকাল ৯টা থেকে দুপুর ২টোর মধ্যে। ২ ঘণ্টার মধ্যে আপনি টাকা পেয়ে যাবেন। ২০০০ টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত আপনি ঘরে আনাতে পাড়বেন। এর জন্য আপনাকে দিতে হবে ৫০ টাকার শুল্কের সঙ্গে ১৮ শতাংশ পরিষেবা চার্জ দিতে হবে, মোট ৬০ টাকা
আইসিআইসিআই বাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, ঘরে ক্যাশ ডেলিভারির জন্য ওয়েবসাইটে গিয়ে Bank@homeservice লগইন করতে হবে। বা আপনি কাস্টোমারকেয়ারে ফোন করেও এই সুবিধাটি উপলব্ধি করতে পারেন। নগদ টাকার জন্য অনুরধ করতে হবে সকাল ৯টা থেকে দুপুর ২টোর মধ্যে। ২ ঘণ্টার মধ্যে আপনি টাকা পেয়ে যাবেন। ২০০০ টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত আপনি ঘরে আনাতে পাড়বেন। এর জন্য আপনাকে দিতে হবে ৫০ টাকার শুল্কের সঙ্গে ১৮ শতাংশ পরিষেবা চার্জ দিতে হবে, মোট ৬০ টাকা
advertisement
4/6
এসবিআই বাঙ্কের গ্রাহকরাও ডোরস্টেপ ডেলিভারির সুভিধা পেয়ে থাকে। এই পরিষেবার সাহায্যে বাঙ্ক গ্রহাকদের কাছে শুধু নগদ টাকা পৌঁছায় না, টাকা জমাও করতে পারে গ্রাহকরা। এর জন্য আপনাকে দিতে হবে ১০০ টাকার শুল্ক। আর এসবিআই-এর এই পরিষেবা শুধুমাত্র বরিষ্ঠ নাগরিক, বিশেষ পঞ্জিক্রন গ্রাহকরাই।
এসবিআই বাঙ্কের গ্রাহকরাও ডোরস্টেপ ডেলিভারির সুভিধা পেয়ে থাকে। এই পরিষেবার সাহায্যে বাঙ্ক গ্রহাকদের কাছে শুধু নগদ টাকা পৌঁছায় না, টাকা জমাও করতে পারে গ্রাহকরা। এর জন্য আপনাকে দিতে হবে ১০০ টাকার শুল্ক। আর এসবিআই-এর এই পরিষেবা শুধুমাত্র বরিষ্ঠ নাগরিক, বিশেষ পঞ্জিক্রন গ্রাহকরাই।
advertisement
5/6
এইচডিএফসি বাঙ্কেো ঘরে নগদ টাকা পৌঁছে দেয়। ৫০০০ টাকা থেকে শুরু করে ২৫০০০ টাকা পর্যন্ত হতে পারে। এর জন্য বাঙ্ক গ্রহাকদের কাছ থেকে ১০০-২০০ টাকা শুল্ক নিয়ে থাকে।
এইচডিএফসি বাঙ্কেো ঘরে নগদ টাকা পৌঁছে দেয়। ৫০০০ টাকা থেকে শুরু করে ২৫০০০ টাকা পর্যন্ত হতে পারে। এর জন্য বাঙ্ক গ্রহাকদের কাছ থেকে ১০০-২০০ টাকা শুল্ক নিয়ে থাকে।
advertisement
6/6
অ্যাক্সিস বাঙ্ক আর অন্য কিছু বাঙ্কও এই পরিষেবা দিয়ে থাকে কিছু নিওম আর সর্ত মেনে। টাকার অনুরধ করার জন্য আপনি বাঙ্কের অ্যাপের সাহায্যও নিতে পারেন।
অ্যাক্সিস বাঙ্ক আর অন্য কিছু বাঙ্কও এই পরিষেবা দিয়ে থাকে কিছু নিওম আর সর্ত মেনে। টাকার অনুরধ করার জন্য আপনি বাঙ্কের অ্যাপের সাহায্যও নিতে পারেন।
advertisement
advertisement
advertisement