Black Fungus Infectious: করোনা না হলেও কী আক্রান্ত হতে পারেন ব্ল্যাক ফাঙ্গাসে? জানালেন চিকিৎসকরা
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
এ হেন পরিস্থিতিতে অনেকের মনেই একটাই প্রশ্ন করোনা না হলেও কী মানুষ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হতে পারেন?
• করোনা ভাইরাসের (COVID19 Second Wave) পর এ বার ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) । নতুন রোগের ভয়ে তটস্থ গোটা ভারতবাসী । বাংলা সহ দেশ জুড়ে ব্ল্যাক ফাঙ্গাস ক্রমাগত প্রকোপ বাড়িয়ে চলেছে। গুজরাত থেকে রাজস্থানে এই রোগের প্রকোপ ক্রমাগত ভয়াবহতা প্রকাশ করতে শুরু করেছে। ইতিমধ্যেই দশটি রাজ্য এর শিকার। সাধারণত যাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন তাঁদের দেহেই এই ছত্রাকের প্রকোপ বেশি দেখা যাচ্ছে ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
