COVID19| ভয়াবহ দুর্ভিক্ষ আসছে করোনা মহামারী থামলেই! সতর্ক করল রাষ্ট্রসঙ্ঘ
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
তিনি জানান, বিশ্বে এই মুহূর্তে প্রায় ৮৩ কোটি মানুষ রাতে চরম খিদের জ্বালা নিয়ে ঘুমোতে যায়৷ সাড়ে ১৩ কোটি মানুষ প্রায় খেতেই পাচ্ছে না৷ COVID-19-এর জেরে ২০২০ সালের শেষে আরও ১৩ কোটি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বেন৷ ফলে পৃথিবীর একটা বড় অংশেই মানুষের খিদের জ্বালায় কাতরাবে৷
advertisement
advertisement
রাষ্ট্রপুঞ্জ বলছে, অবিলম্বে পদক্ষেপ না করলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখবে বিশ্ববাসী৷ বহু মানুষ না খেতে পেয়ে মারা যাবে৷ রাষ্ট্রসঙ্ঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম-এর এগজিকিউটিভ ডিরেক্টর ডেভিড বিসলের কথায়, 'দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখনও পর্যন্ত মানব সভ্যতা সবচেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন ২০২০ সালেই৷ সিরিয়া, ইয়েমেন সহ একাধিক দেশে যুদ্ধ, আফ্রিকায় পঙ্গপালের হানা, লেবানন, কঙ্গো, সুদান ও ইথিয়োপিয়ায় একের পর এক প্রাকৃতি দুর্যোগ ও অর্থনৈতিক মন্দা-- তার সঙ্গে করোনা মহামারী-- দুর্ভিক্ষের মুখে ঠেলে দিল৷'
advertisement
advertisement
advertisement
advertisement