Covid-19 ইনসিওরেন্স নেই, আইপিএল না হলে ক্ষতি হবে ৩৮ হাজার কোটি টাকা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
খেলোয়াড়, থেকে সম্প্রচারকারী চ্যানেল, দেশের অর্থনৈতিক বৃদ্ধি সবতেই পড়বে মারাত্মক প্রভাব
advertisement
আইপিএলকে প্রাথমিকভাবে পিছিয়ে ১৪ এপ্রিল করে দেওয়া হয়েছিল তখন বিসিসিআই জানত না দেশে ২১ দিনের লকডাউন থাকবে ৷ প্রধানমন্ত্রী ২৪ মার্চ ভারতে লকডাউন ঘোষণা করেন ৷ এর ফলে ওই নির্ধারিতদিনে আইপিএল শুরু কোনও ভাবেই করা যাবে না ৷ বিসিসিআই চাইছে বছরেরে অন্য কোও একটা সময়ে একটা ফাঁকা সময় বার করে আইপিএল আয়োজন করার ৷ ২০১৭ সালে স্টার ইন্ডিয়া আইপিএলের সব ধরণের ব্রডকাস্টিং রাইট পায় ১৬,৩৪৭ .৫০ কোটি টাকা দিয়ে ৷ একবার আইপিএল না হলে তাদের ক্ষতি হবে ৩২৬৯.৫০ কোটি টাকা ৷
advertisement
advertisement
এদিকে আইপিএলের ইনসিওরেন্স কভারেজে নোভেল করোনা ভাইরাস রাখা নেই. কারণ কেউ ভাবেনি জানুয়ারি মাসে চিনের ইউহানে দাপট দেখানো এই মারণ রোগ সারা পৃথিবীকে থমকে দেবে পাশাপাশি সাড়ে চোদ্দ লক্ষ মানুষকে আক্রান্ত করে দেবে ৷ এদিকে ২০১৫ সালে আইপিএল ভারতীয় জিডিপিতে ১১৫০ কোটি টাকার যোগদান দিয়েছিল এবার সেটা বেড়ে হত ২৬৫০ কোটি টাকা ৷ আইপিএল না হলে এই টাকা ভারতীয় অর্থনীতির ধ্বসে যাওয়া মেরুদণ্ডকে আরও ধ্বসিয়ে দেবে ৷