Covid-19 ইনসিওরেন্স নেই, আইপিএল না হলে ক্ষতি হবে ৩৮ হাজার কোটি টাকা

Last Updated:
খেলোয়াড়, থেকে সম্প্রচারকারী চ্যানেল, দেশের অর্থনৈতিক বৃদ্ধি সবতেই পড়বে মারাত্মক প্রভাব
1/4
মার্চের মাঝামাঝি সময়ে আইপিএল পিছিয়ে দেওয়া হয় করোনা ভাইরাস অতিমারির জন্য ৷ এখন যদি আইপিএল আদৌ আয়োজন না করা যায় তাহলে বহু কোটির টাকার ক্ষতি হয়ে আয়োজক ও সম্প্রচারকারী সংস্থার ৷
মার্চের মাঝামাঝি সময়ে আইপিএল পিছিয়ে দেওয়া হয় করোনা ভাইরাস অতিমারির জন্য ৷ এখন যদি আইপিএল আদৌ আয়োজন না করা যায় তাহলে বহু কোটির টাকার ক্ষতি হয়ে আয়োজক ও সম্প্রচারকারী সংস্থার ৷
advertisement
2/4
আইপিএলকে প্রাথমিকভাবে পিছিয়ে ১৪ এপ্রিল করে দেওয়া হয়েছিল তখন বিসিসিআই জানত না দেশে ২১ দিনের লকডাউন থাকবে ৷ প্রধানমন্ত্রী ২৪ মার্চ ভারতে লকডাউন ঘোষণা করেন ৷ এর ফলে ওই নির্ধারিতদিনে আইপিএল শুরু কোনও ভাবেই করা যাবে না ৷ বিসিসিআই চাইছে বছরেরে অন্য কোও একটা সময়ে একটা ফাঁকা সময় বার করে আইপিএল আয়োজন করার ৷ ২০১৭ সালে স্টার ইন্ডিয়া আইপিএলের সব ধরণের ব্রডকাস্টিং রাইট পায় ১৬,৩৪৭ .৫০ কোটি টাকা দিয়ে ৷ একবার আইপিএল না হলে তাদের ক্ষতি হবে ৩২৬৯.৫০ কোটি টাকা ৷
আইপিএলকে প্রাথমিকভাবে পিছিয়ে ১৪ এপ্রিল করে দেওয়া হয়েছিল তখন বিসিসিআই জানত না দেশে ২১ দিনের লকডাউন থাকবে ৷ প্রধানমন্ত্রী ২৪ মার্চ ভারতে লকডাউন ঘোষণা করেন ৷ এর ফলে ওই নির্ধারিতদিনে আইপিএল শুরু কোনও ভাবেই করা যাবে না ৷ বিসিসিআই চাইছে বছরেরে অন্য কোও একটা সময়ে একটা ফাঁকা সময় বার করে আইপিএল আয়োজন করার ৷ ২০১৭ সালে স্টার ইন্ডিয়া আইপিএলের সব ধরণের ব্রডকাস্টিং রাইট পায় ১৬,৩৪৭ .৫০ কোটি টাকা দিয়ে ৷ একবার আইপিএল না হলে তাদের ক্ষতি হবে ৩২৬৯.৫০ কোটি টাকা ৷
advertisement
3/4
এদিকে আয়োজক সংস্থা ছাড়াও ক্ষতি হবে ক্রিকেটারদেরও৷ কারণ কোনও ম্যাচ নয় মানে কোনও টাকাও নয় ৷ পাশাপাশি সবচেয়ে ক্ষতি হবে সেই ক্রিকেটারদের যারা এবারের নিলামে বেস প্রাইস ২০- ৫০ লক্ষতে বিক্রি হয়েছেন ৷ আইপিএল ক্রিকেটাররা প্রথমে ১৫ শতাংশ টাকা, খেলা চলাকালীন ৬৫ শতাংশ ও একদম শেষে ২০ শতাংশ টাকা পান ৷
এদিকে আয়োজক সংস্থা ছাড়াও ক্ষতি হবে ক্রিকেটারদেরও৷ কারণ কোনও ম্যাচ নয় মানে কোনও টাকাও নয় ৷ পাশাপাশি সবচেয়ে ক্ষতি হবে সেই ক্রিকেটারদের যারা এবারের নিলামে বেস প্রাইস ২০- ৫০ লক্ষতে বিক্রি হয়েছেন ৷ আইপিএল ক্রিকেটাররা প্রথমে ১৫ শতাংশ টাকা, খেলা চলাকালীন ৬৫ শতাংশ ও একদম শেষে ২০ শতাংশ টাকা পান ৷
advertisement
4/4
এদিকে আইপিএলের ইনসিওরেন্স কভারেজে নোভেল করোনা ভাইরাস রাখা নেই. কারণ কেউ ভাবেনি জানুয়ারি মাসে চিনের ইউহানে দাপট দেখানো এই মারণ রোগ সারা পৃথিবীকে থমকে দেবে পাশাপাশি সাড়ে চোদ্দ লক্ষ মানুষকে আক্রান্ত করে দেবে ৷ এদিকে ২০১৫ সালে আইপিএল ভারতীয় জিডিপিতে ১১৫০ কোটি টাকার যোগদান দিয়েছিল এবার সেটা বেড়ে হত ২৬৫০ কোটি টাকা ৷ আইপিএল না হলে এই টাকা ভারতীয় অর্থনীতির ধ্বসে যাওয়া মেরুদণ্ডকে আরও ধ্বসিয়ে দেবে ৷
এদিকে আইপিএলের ইনসিওরেন্স কভারেজে নোভেল করোনা ভাইরাস রাখা নেই. কারণ কেউ ভাবেনি জানুয়ারি মাসে চিনের ইউহানে দাপট দেখানো এই মারণ রোগ সারা পৃথিবীকে থমকে দেবে পাশাপাশি সাড়ে চোদ্দ লক্ষ মানুষকে আক্রান্ত করে দেবে ৷ এদিকে ২০১৫ সালে আইপিএল ভারতীয় জিডিপিতে ১১৫০ কোটি টাকার যোগদান দিয়েছিল এবার সেটা বেড়ে হত ২৬৫০ কোটি টাকা ৷ আইপিএল না হলে এই টাকা ভারতীয় অর্থনীতির ধ্বসে যাওয়া মেরুদণ্ডকে আরও ধ্বসিয়ে দেবে ৷
advertisement
advertisement
advertisement