অশ্বগন্ধায় কাবু হতে পারে করোনা! দিল্লি IIT ও জাপানের AIST-র গবেষণায় আশার আলো
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
করোনাকে রুখে দিতে পারে অশ্বগন্ধা। আইআইটি দিল্লি ও জাপানের এআইএসটি-র গবেষণায় চাঞ্চল্যকর দাবি।
advertisement
ভয়াল ভাইরাসের সংক্রমণে এখন ত্রাহি ত্রাহি রব। করোনাকে রুখতে বিশ্বজুড়ে চলছে প্রতিষেধকের খোঁজ। এই পরিস্থিতিতে আশার আলো দেখাল, আইআইটি দিল্লি ও জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজির যৌথ গবেষণা। যেখানে দাবি করা হয়েছে, অশ্বগন্ধা ও মৌমাছির আঠা প্রোপোলিসে এমন কিছু স্বাভাবিক উপাদান আছে যা করোনার কার্যকরী ওষুধ হতে পারে।Representational Image
advertisement
আইআইটি দিল্লির বায়োটেকনোলজি বিভাগের প্রধান ডি সুন্দরের বক্তব্য, গবেষণায় জানা গিয়েছে, অশ্বগন্ধা করোনার ওষুধ হিসেবে কাজে আসতে পারে। এ ব্যাপারে আরও গবেষণা চাই, মেডিক্যাল পরীক্ষাও জরুরি। কিন্তু কীভাবে কাজ করবে অশ্বগন্ধা ? সার্স কোভ-২ ভাইরাসের গায়ে একধরনের স্পাইক প্রোটিন থাকে। যেগুলি কাঁটার মতো দেখতে। Representational Image
advertisement
advertisement