অশ্বগন্ধায় কাবু হতে পারে করোনা! দিল্লি IIT ও জাপানের AIST-র গবেষণায় আশার আলো

Last Updated:
করোনাকে রুখে দিতে পারে অশ্বগন্ধা। আইআইটি দিল্লি ও জাপানের এআইএসটি-র গবেষণায় চাঞ্চল্যকর দাবি।
1/5
যতদিন যাচ্ছে হু হু করে বাড়ছে সংক্রমণ। বিশ্বজুড়ে অব্যাহত মৃত্যু মিছিল। তাহলে কি কোনও ভাবেই করোনাকে আটকানো সম্ভব নয়? এই উদ্বেগের মধ্যেই আশার আলো। করোনাকে রুখে দিতে পারে অশ্বগন্ধা। আইআইটি দিল্লি ও জাপানের এআইএসটি-র গবেষণায় চাঞ্চল্যকর দাবি। Representational Image
যতদিন যাচ্ছে হু হু করে বাড়ছে সংক্রমণ। বিশ্বজুড়ে অব্যাহত মৃত্যু মিছিল। তাহলে কি কোনও ভাবেই করোনাকে আটকানো সম্ভব নয়? এই উদ্বেগের মধ্যেই আশার আলো। করোনাকে রুখে দিতে পারে অশ্বগন্ধা। আইআইটি দিল্লি ও জাপানের এআইএসটি-র গবেষণায় চাঞ্চল্যকর দাবি। Representational Image
advertisement
2/5
 ভয়াল ভাইরাসের সংক্রমণে এখন ত্রাহি ত্রাহি রব। করোনাকে রুখতে বিশ্বজুড়ে চলছে প্রতিষেধকের খোঁজ। এই পরিস্থিতিতে আশার আলো দেখাল, আইআইটি দিল্লি ও জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজির যৌথ গবেষণা। যেখানে দাবি করা হয়েছে, অশ্বগন্ধা ও মৌমাছির আঠা প্রোপোলিসে এমন কিছু স্বাভাবিক উপাদান আছে যা করোনার কার্যকরী ওষুধ হতে পারে।Representational Image
ভয়াল ভাইরাসের সংক্রমণে এখন ত্রাহি ত্রাহি রব। করোনাকে রুখতে বিশ্বজুড়ে চলছে প্রতিষেধকের খোঁজ। এই পরিস্থিতিতে আশার আলো দেখাল, আইআইটি দিল্লি ও জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজির যৌথ গবেষণা। যেখানে দাবি করা হয়েছে, অশ্বগন্ধা ও মৌমাছির আঠা প্রোপোলিসে এমন কিছু স্বাভাবিক উপাদান আছে যা করোনার কার্যকরী ওষুধ হতে পারে।Representational Image
advertisement
3/5
আইআইটি দিল্লির বায়োটেকনোলজি বিভাগের প্রধান ডি সুন্দরের বক্তব্য, গবেষণায় জানা গিয়েছে, অশ্বগন্ধা করোনার ওষুধ হিসেবে কাজে আসতে পারে। এ ব্যাপারে আরও গবেষণা চাই, মেডিক্যাল পরীক্ষাও জরুরি। কিন্তু কীভাবে কাজ করবে অশ্বগন্ধা ? সার্স কোভ-২ ভাইরাসের গায়ে একধরনের স্পাইক প্রোটিন থাকে। যেগুলি কাঁটার মতো দেখতে। Representational Image
আইআইটি দিল্লির বায়োটেকনোলজি বিভাগের প্রধান ডি সুন্দরের বক্তব্য, গবেষণায় জানা গিয়েছে, অশ্বগন্ধা করোনার ওষুধ হিসেবে কাজে আসতে পারে। এ ব্যাপারে আরও গবেষণা চাই, মেডিক্যাল পরীক্ষাও জরুরি। কিন্তু কীভাবে কাজ করবে অশ্বগন্ধা ? সার্স কোভ-২ ভাইরাসের গায়ে একধরনের স্পাইক প্রোটিন থাকে। যেগুলি কাঁটার মতো দেখতে। Representational Image
advertisement
4/5
এই স্পাইক প্রোটিনকেই কাজে লাগিয়ে শরীরে ঢুকে পড়ে কোভিড। এর জন্য ভাইরাসের স্পাইক প্রোটিন থেকে এক ধরনের উৎসেচক বা এনজাইম বেরোয়। তবে অশ্বগন্ধা ও মৌমাছির আঠার মধ্যে থাকা দুই উপাদান উইথানোন ও CAPE ভাইরাসের এই এনজাইমকে আটকে দেয়। ফলে শরীরে আর ঢুকতে পারে না কোভিড-19। Representational Image
এই স্পাইক প্রোটিনকেই কাজে লাগিয়ে শরীরে ঢুকে পড়ে কোভিড। এর জন্য ভাইরাসের স্পাইক প্রোটিন থেকে এক ধরনের উৎসেচক বা এনজাইম বেরোয়। তবে অশ্বগন্ধা ও মৌমাছির আঠার মধ্যে থাকা দুই উপাদান উইথানোন ও CAPE ভাইরাসের এই এনজাইমকে আটকে দেয়। ফলে শরীরে আর ঢুকতে পারে না কোভিড-19। Representational Image
advertisement
5/5
 ইতিমধ্যে আয়ুষ মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক, ইউজিসি ও আইসিএমআর এ নিয়ে গবেষণা শুরু করেছে। অশ্বগন্ধাকে হাইড্রক্সিক্লোরোকুইনের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় কিনা, পরীক্ষা করে দেখছেন বিজ্ঞানীরা। তার মধ্যেই আশার আলো দেখাল দিল্লি আইআইটি ও জাপানের এআইএসটি-র গবেষণা। Representational Image
ইতিমধ্যে আয়ুষ মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক, ইউজিসি ও আইসিএমআর এ নিয়ে গবেষণা শুরু করেছে। অশ্বগন্ধাকে হাইড্রক্সিক্লোরোকুইনের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় কিনা, পরীক্ষা করে দেখছেন বিজ্ঞানীরা। তার মধ্যেই আশার আলো দেখাল দিল্লি আইআইটি ও জাপানের এআইএসটি-র গবেষণা। Representational Image
advertisement
advertisement
advertisement