COVID-19 India: ঠোঁট ফাটছে? গলা শুকিয়ে কাঠ? এই ৪ উপসর্গ থাকলে আপনি সম্ভবত করোনা আক্রান্ত

Last Updated:
জ্বর, সর্দি-কাশি, ফুসফুসে সংক্রমনের মতো উপসর্গের সঙ্গে ছিল স্বাদ এবং গন্ধ চলে যাওয়া। করোনার দ্বিতীয় ঢেউ (Corona virus Second Wave) আসার সঙ্গে সঙ্গেই আরও বেশ কিছু উপসর্গ (Covid 19 New Symptoms) দেখা যাচ্ছে।
1/5
*জ্বর, সর্দি-কাশি, ফুসফুসে সংক্রমনের মতো উপসর্গ (Corona Symptoms)তো আগেই ছিল। সঙ্গে ছিল স্বাদ এবং গন্ধ চলে যাওয়া। করোনার দ্বিতীয় ঢেউ (Corona virus Second Wave)আসার সঙ্গে সঙ্গেই আরও বেশ কিছু উপসর্গ (Covid 19 New Symptoms) দেখা যাচ্ছে। যার মধ্যে রয়েছে মুখগহ্বর শুকিয়ে যাওয়া বা জিভ আড়ষ্ঠ হয়ে যাওয়ার মতো  উপসর্গও।
*জ্বর, সর্দি-কাশি, ফুসফুসে সংক্রমনের মতো উপসর্গ (Corona Symptoms)তো আগেই ছিল। সঙ্গে ছিল স্বাদ এবং গন্ধ চলে যাওয়া। করোনার দ্বিতীয় ঢেউ (Corona virus Second Wave)আসার সঙ্গে সঙ্গেই আরও বেশ কিছু উপসর্গ (Covid 19 New Symptoms) দেখা যাচ্ছে। যার মধ্যে রয়েছে মুখগহ্বর শুকিয়ে যাওয়া বা জিভ আড়ষ্ঠ হয়ে যাওয়ার মতো  উপসর্গও।
advertisement
2/5
*মুখগহ্বর বারে বারে শুকিয়ে যাওয়া: মুখের ভিতর ক্রমশ শুকিয়ে যাচ্ছে? ঠোঁট শুকিয়ে গিয়ে ফী যাচ্ছে? গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে ঘন ঘন? তা হলে আপনার করোনা সংক্রামিত হওয়ার সম্ভচাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সময় নষ্ট না করে পরীক্ষা করিয়ে নিন। মুখের ভিতর যে লালাক্ষরণ হয়, তা ব্যাকটেরিয়া ধ্বংস করে। করোনা সংক্রমণের ফলে সেই ক্ষমতা হারিয়ে যাচ্ছে।
*মুখগহ্বর বারে বারে শুকিয়ে যাওয়া: মুখের ভিতর ক্রমশ শুকিয়ে যাচ্ছে? ঠোঁট শুকিয়ে গিয়ে ফী যাচ্ছে? গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে ঘন ঘন? তা হলে আপনার করোনা সংক্রামিত হওয়ার সম্ভচাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সময় নষ্ট না করে পরীক্ষা করিয়ে নিন। মুখের ভিতর যে লালাক্ষরণ হয়, তা ব্যাকটেরিয়া ধ্বংস করে। করোনা সংক্রমণের ফলে সেই ক্ষমতা হারিয়ে যাচ্ছে।
advertisement
3/5
*মুখের ভিতর ঘা: মুখের ভিতর গালের উপর ঘা, ঠোঁটে ক্ষতের মতো ঘা, হলে সাবধান হন। ভিটামিনের অভাবে নয়, হয়ে পারে আপনি করোনা আক্রান্ত হয়েছেন। কারণ, করোনা রোগীদের মধ্যে দ্বিতীয় ঢেউ আসার পরে এটি প্রায়শই লক্ষ করা যাচ্ছে। করোনার মিউটেন্টের ক্ষেত্রে দেখা গিয়েছে, এই মারাত্মক ভাইরাস মুখের ভিতর মাসেল ফাইবার গুলোকে আঘাত করছে। যার ফলে মুখে ঘা তৈরি করছে।
*মুখের ভিতর ঘা: মুখের ভিতর গালের উপর ঘা, ঠোঁটে ক্ষতের মতো ঘা, হলে সাবধান হন। ভিটামিনের অভাবে নয়, হয়ে পারে আপনি করোনা আক্রান্ত হয়েছেন। কারণ, করোনা রোগীদের মধ্যে দ্বিতীয় ঢেউ আসার পরে এটি প্রায়শই লক্ষ করা যাচ্ছে। করোনার মিউটেন্টের ক্ষেত্রে দেখা গিয়েছে, এই মারাত্মক ভাইরাস মুখের ভিতর মাসেল ফাইবার গুলোকে আঘাত করছে। যার ফলে মুখে ঘা তৈরি করছে।
advertisement
4/5
*জিভে জ্বালা:  জিভের উপর জ্বালা ভাব দেখা দিচ্ছে। ত্বকের উপর সমস্যা তৈরি হচ্ছে নতুন স্ট্রেনে আক্রান্ত হলে।
*জিভে জ্বালা:  জিভের উপর জ্বালা ভাব দেখা দিচ্ছে। ত্বকের উপর সমস্যা তৈরি হচ্ছে নতুন স্ট্রেনে আক্রান্ত হলে।
advertisement
5/5
*জিভের রঙ বদল: করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হলে আচমকাই বদলে যাচ্ছে জিভের রঙ। সাধারণত, শরীরে রোগ বাসা বাঁধলে জিভ তার রূপ বদলায়। এক্ষেত্রেও তাই হয়। পাশাপাশি মুখের ভিতর সমস্যা অনুভুতি হচ্ছে।
*জিভের রঙ বদল: করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হলে আচমকাই বদলে যাচ্ছে জিভের রঙ। সাধারণত, শরীরে রোগ বাসা বাঁধলে জিভ তার রূপ বদলায়। এক্ষেত্রেও তাই হয়। পাশাপাশি মুখের ভিতর সমস্যা অনুভুতি হচ্ছে।
advertisement
advertisement
advertisement