করোনার চেয়েও ভয়াবহ মারণ আঘাত হানবে! পোলট্রির চিকেন থেকে সাবধান! সতর্কতা জারি বিজ্ঞানীদের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
করোনা ভাইরাস সংক্রমণে নাজেহাল দুনিয়া, এবার কী ভয় দেখাচ্ছে প্রিয় খাদ্য ‘চিকেন’
advertisement
মার্কিন নিউট্রিশানিস্ট ডক্টর মাইকেল গ্রেগার জানিয়েছেন পোলট্রির থেকে যে ভাইরাস ছড়াবে তা করোনা ভাইরাসের থেকেও মানবজাতির কাছে ভয়ের হবে ৷ বিজ্ঞানীদের ধারণা প্রাথমিকভাবে কোভিড ১৯ বাদুড়দের থেকে ছড়িয়েছে ৷ যারা জেরে এখনও অবধি সারা পৃথিবীতে ৩৬৪,০০০ জন মারা গেছেন ৷ সারা পৃথিবীতে এই নতুন ধরণের ফ্লু মারণ সংক্রমণ ছড়িয়ে পড়েছে ৷Photo- Collected
advertisement
advertisement
নিজের লেখায় তিনি বলেছেন, ‘যেভাবে ভাইরাস সংক্রমণ ঘটছে এক মানুষ থেকে অন্য মানুষে তাতে যদি এটা হয় নয় কখন এটা হবে এটাই প্রশ্ন ৷ ’ পাখিদের থেকে যে সংক্রমণ ছড়ায় তা খুব কম সময়েই মানুষদের প্রভাব ফেলে ৷ হংকংয়ে ১৯৯৭ সালে যেমন হয়েছিল H5N1৷ যদিও সে সময় ১৩ লক্ষ মুরগীকে মেরে ফেলা হয়ে ছিল ৷ এটা কখনই পুরোপুরি নিরাময় হয়নি যে কোনও মুহূর্তে সেটা আবার ফিরে আসতে পারে ৷Photo- File
advertisement
advertisement