7th Pay Commission: আজই আসছে খুশির খবর ১.২ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য! অ্যাকাউন্টে তিন কিস্তির DA!

Last Updated:
গত বছর থেকে করোনা ভাইরাস সংক্রমণের জন্য ডিএ ফ্রিজ করা হয়েছিল
1/9
আজ অর্থাৎ ২৬ জুন ২০২১ নরেন্দ্র মোদি সরকারের (Narendra Modi Government Employees) কর্মীদের অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে চলেছে বড় খবর ৷ প্রতীকী ছবি ৷
আজ অর্থাৎ ২৬ জুন ২০২১ নরেন্দ্র মোদি সরকারের (Narendra Modi Government Employees) কর্মীদের অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে চলেছে বড় খবর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
আজ কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রতিনিধিত্ব করবে National Council of JCM কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
আজ কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রতিনিধিত্ব করবে National Council of JCM কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
কেন্দ্রীয় সরাকারি কর্মীদের জন্য জানুয়ারি ২০২০ থেকে জানুয়ারি ২০২১পর্যন্ত তিনটি কিস্তিতে (Dearness allowance) DA, নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে তিনটি কিস্তিতে ১৮ মাসের এরিয়ার দেওয়ার কথা ৷ একই সঙ্গে বর্ধিত DA সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ঘোষণা করা হবে ৷ প্রতীকী ছবি ৷
কেন্দ্রীয় সরাকারি কর্মীদের জন্য জানুয়ারি ২০২০ থেকে জানুয়ারি ২০২১পর্যন্ত তিনটি কিস্তিতে (Dearness allowance) DA, নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে তিনটি কিস্তিতে ১৮ মাসের এরিয়ার দেওয়ার কথা ৷ একই সঙ্গে বর্ধিত DA সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ঘোষণা করা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
আজ অর্থাৎ শনিবার National Council of JCM, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং (DoPT) আধিকারিক ও অর্থমন্ত্রকের সঙ্গে বৈঠক আগামিকাল হবে ৷ এই বৈঠকই মে মাসের ৮ তারিখ হওয়ার কথা ছিল ৷ করোনার সংক্রমণের বাড় বাড়ন্তের ফলেই পিছিয়েছে বৈঠকটি ৷ প্রতীকী ছবি ৷
আজ অর্থাৎ শনিবার National Council of JCM, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং (DoPT) আধিকারিক ও অর্থমন্ত্রকের সঙ্গে বৈঠক আগামিকাল হবে ৷ এই বৈঠকই মে মাসের ৮ তারিখ হওয়ার কথা ছিল ৷ করোনার সংক্রমণের বাড় বাড়ন্তের ফলেই পিছিয়েছে বৈঠকটি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
National Council of JCM-এর শিব গোপাল মিশ্রের মতে লেবেল ১ কর্মচারীদের ডিএ এরিয়ার ১১,৮০০ টাকা থেকে ৩৭,৫৫৪ হয় ৷ লেবেল-১৩ কর্মীদের 7th Pay Commission-এর অন্তগর্ত পে স্কেল ১ লক্ষ ২৩ হাজার ১০০ টাকা ছেতে ২ লক্ষ ১৫ হাজার ৯০০ টাকা বা লেবেল-১৪ (পেস্কেলের ক্যালকুলেশন) বা গণনা করা হলে DA এর এরিয়ার ১ লক্ষ ৪৪ হাজার ২০০ টাকা থেকে ২ লক্ষ ১৮ হাজার ২০০ টাকা হবে ৷ প্রতীকী ছবি ৷
National Council of JCM-এর শিব গোপাল মিশ্রের মতে লেবেল ১ কর্মচারীদের ডিএ এরিয়ার ১১,৮০০ টাকা থেকে ৩৭,৫৫৪ হয় ৷ লেবেল-১৩ কর্মীদের 7th Pay Commission-এর অন্তগর্ত পে স্কেল ১ লক্ষ ২৩ হাজার ১০০ টাকা ছেতে ২ লক্ষ ১৫ হাজার ৯০০ টাকা বা লেবেল-১৪ (পেস্কেলের ক্যালকুলেশন) বা গণনা করা হলে DA এর এরিয়ার ১ লক্ষ ৪৪ হাজার ২০০ টাকা থেকে ২ লক্ষ ১৮ হাজার ২০০ টাকা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
DA গণনার ক্ষেত্রে যাঁদারে ন্যূনতম গ্রেপে ১,৮০০ টাকা (লেবেল ১ বেসিক পে-স্কেল ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা) কে ৪,৩২০ টাকা [{১৮,০০০ এক ৩ শতাংশ}x৬] পাওয়া যাবে ৷ সেখানে [{৫৬,৯০৩ টাকার ৩ শতাংশ}x৬] ১০,২৪২ টাকা পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
DA গণনার ক্ষেত্রে যাঁদারে ন্যূনতম গ্রেপে ১,৮০০ টাকা (লেবেল ১ বেসিক পে-স্কেল ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা) কে ৪,৩২০ টাকা [{১৮,০০০ এক ৩ শতাংশ}x৬] পাওয়া যাবে ৷ সেখানে [{৫৬,৯০৩ টাকার ৩ শতাংশ}x৬] ১০,২৪২ টাকা পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
জানুয়ারি ২০২১ থেকে জুলাই ২০২১-এর DA গণনা করলে ৪,৩২০ টাকা [{১৮,০০০ টাকার ৪ শতাংশ}x৬] হবে ৷ সেক্ষেত্রে[{₹৫৬,৯০০ টাকার ৪ শতাংশ}x৬] অর্থাৎ ১৩,৬৫৬ টাকা হবে ৷ প্রতীকী ছবি ৷
জানুয়ারি ২০২১ থেকে জুলাই ২০২১-এর DA গণনা করলে ৪,৩২০ টাকা [{১৮,০০০ টাকার ৪ শতাংশ}x৬] হবে ৷ সেক্ষেত্রে[{₹৫৬,৯০০ টাকার ৪ শতাংশ}x৬] অর্থাৎ ১৩,৬৫৬ টাকা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
যে সমস্ত কর্মীদের ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা তাঁরা ১১,৮৮০ টাকা ডিএ পাবেন (৪,৩২০+৩,২৪০+৪,৩২০) দেওয়া হবে ৷ এর সঙ্গে ১৫ শতাংশ বাড়তি ডিএ-ও দেওয়া হবে ৷ এমন হলে বেতনের বেতনের সঙ্গে প্রতিমাসে ২,৭০০ টাকা বাড়তি ভাবে যুক্ত হবে ৷ প্রতীকী ছবি ৷
যে সমস্ত কর্মীদের ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা তাঁরা ১১,৮৮০ টাকা ডিএ পাবেন (৪,৩২০+৩,২৪০+৪,৩২০) দেওয়া হবে ৷ এর সঙ্গে ১৫ শতাংশ বাড়তি ডিএ-ও দেওয়া হবে ৷ এমন হলে বেতনের বেতনের সঙ্গে প্রতিমাসে ২,৭০০ টাকা বাড়তি ভাবে যুক্ত হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
বর্ধিত DA মিলে মোট ২৮ শতাংশ পাবেন কর্মীরা ৷ করোনা সংক্রমণে ফলে ২০২০ সালে ডিএ ফ্রিজ করে দেওয়া হয়েছিল ৷ জানুয়ারি ২০২০ সালে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল, জুন ২০২০ থেকে ৩ শতাংশ তারপরে জানুয়ারি ২০২১ ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছে ৷ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ১৭ শতাংশ, সব মিলিয়ে (৪+৩+৪)=১১ শতাংশ বাড়ছে অর্থাৎ সব মিলিয়ে ২৮ শতাংশ ডিএ হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
বর্ধিত DA মিলে মোট ২৮ শতাংশ পাবেন কর্মীরা ৷ করোনা সংক্রমণে ফলে ২০২০ সালে ডিএ ফ্রিজ করে দেওয়া হয়েছিল ৷ জানুয়ারি ২০২০ সালে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল, জুন ২০২০ থেকে ৩ শতাংশ তারপরে জানুয়ারি ২০২১ ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছে ৷ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ১৭ শতাংশ, সব মিলিয়ে (৪+৩+৪)=১১ শতাংশ বাড়ছে অর্থাৎ সব মিলিয়ে ২৮ শতাংশ ডিএ হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement