Cooch Behar Tourism|| কোচবিহারের রাজ আমলের ঐতিহ্যবাহী মদনমোহনের বাড়ি দেখেছেন? রইল ছবিতে
- Published by:Shubhagata Dey
Last Updated:
Cooch Behar Tourism Madan Mohan Bari: ১৮৮৯ সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ কোচবিহার শহরের কেন্দ্রস্থলে নির্মাণ করেন এই মদনমোহন বাড়ি। রাজমাতা নিশিময়ী দেবী ১৮৯০ সালের ২১ মার্চ মদনমোহন বাড়ির উদ্বোধন করেন।
advertisement
advertisement
advertisement
*মহারাজা হরেন্দ্র নারায়ণ ১৮৩১ সালে আনন্দময়ী কালীর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুভ দিনে মূর্তিটি মদনমোহন মন্দিরে আনা হয়েছিল। মন্দিরের পশ্চিম দিকের কক্ষে (মদন মোহনের ডানদিকে) অবস্থিত প্রায় ৪ ফুট লম্বা মূর্তিটি সাদা মার্বেলের উপর শুয়ে থাকা মহাকালের উপর দাঁড়িয়ে আছে। মা আনন্দময়ীর মূর্তিটি স্পর্শ পাথর দিয়ে তৈরি। প্রতি মাসের অমাবস্যা ও পূর্ণিমায় পশু-বলিসহ সারা রাত বিশেষ নৈবেদ্য চলে।
advertisement
advertisement
advertisement