Cooch Behar News: এত বড় সাপ? মাথাভাঙ্গায় ১০ ফুটের বিশাল আকার রক পাইথন উদ্ধার! দেখুন

Last Updated:
লোকালয় থেকে উদ্ধার করা হল প্রায় ১০ ফুট লম্বা রক পাইথন সাপ।
1/9
মাথাভাঙ্গার লোকালয় থেকে উদ্ধার করা হল প্রায় ১০ ফুট লম্বা রক পাইথন। রাতের অন্ধকারে বিশাল এই সাপটি একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঘুরে বেড়াচ্ছিল। (ছবি ও তথ্য-- সার্থক পণ্ডিত)
মাথাভাঙ্গার লোকালয় থেকে উদ্ধার করা হল প্রায় ১০ ফুট লম্বা রক পাইথন। রাতের অন্ধকারে বিশাল এই সাপটি একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঘুরে বেড়াচ্ছিল। (ছবি ও তথ্য-- সার্থক পণ্ডিত)
advertisement
2/9
মাথাভাঙ্গা ২ নং ব্লকের উনিশবিশা গ্রাম পঞ্চায়েতের বাবুরডাঙ্গা এলাকা থেকে এই বিশাল আকার সাপটি উদ্বার করা হয়েছে। (ছবি ও তথ্য-- সার্থক পণ্ডিত)
মাথাভাঙ্গা ২ নং ব্লকের উনিশবিশা গ্রাম পঞ্চায়েতের বাবুরডাঙ্গা এলাকা থেকে এই বিশাল আকার সাপটি উদ্বার করা হয়েছে। (ছবি ও তথ্য-- সার্থক পণ্ডিত)
advertisement
3/9
এই সাপটি উদ্ধরের ঘটনায় গোটা এলাকাজুড়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। (ছবি ও তথ্য-- সার্থক পণ্ডিত)
এই সাপটি উদ্ধরের ঘটনায় গোটা এলাকাজুড়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। (ছবি ও তথ্য-- সার্থক পণ্ডিত)
advertisement
4/9
তবে এই বিশালাকার সাপটি কিভাবে লোকালয়ে প্রবেশ করল তা নিয়ে এলাকার মানুষের মনে ইতিমধ্যেই প্রশ্ন ঘুরতে আরম্ভ করেছে। (ছবি ও তথ্য-- সার্থক পণ্ডিত)
তবে এই বিশালাকার সাপটি কিভাবে লোকালয়ে প্রবেশ করল তা নিয়ে এলাকার মানুষের মনে ইতিমধ্যেই প্রশ্ন ঘুরতে আরম্ভ করেছে। (ছবি ও তথ্য-- সার্থক পণ্ডিত)
advertisement
5/9
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের বেলায় বাবুরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় বাসিন্দা সুব্রত দে আচমকাই অজগর সাপটিকে দেখতে পান। তাঁর চিৎকার শুনে আরোও কয়েকজন স্থানীয় বাসিন্দা দেবাশিস দাস, আশিস দে, অজিত বর্মন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা স্থানীয় সর্পপ্রেমী ও উদ্ধারকারী মফিজুল বাজিকরকে ডেকে আনেন। (ছবি ও তথ্য-- সার্থক পণ্ডিত)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের বেলায় বাবুরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় বাসিন্দা সুব্রত দে আচমকাই অজগর সাপটিকে দেখতে পান। তাঁর চিৎকার শুনে আরোও কয়েকজন স্থানীয় বাসিন্দা দেবাশিস দাস, আশিস দে, অজিত বর্মন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা স্থানীয় সর্পপ্রেমী ও উদ্ধারকারী মফিজুল বাজিকরকে ডেকে আনেন। (ছবি ও তথ্য-- সার্থক পণ্ডিত)
advertisement
6/9
তারপর মফিজুল একটি জালের মধ্যে অজগরটিকে ধরে ফেলেন। তারপর বন দফতরে খবর দেন। পরে মাথাভাঙ্গা রেঞ্জের বনকর্মীরা সেখানে গিয়ে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান। (ছবি ও তথ্য-- সার্থক পণ্ডিত)
তারপর মফিজুল একটি জালের মধ্যে অজগরটিকে ধরে ফেলেন। তারপর বন দফতরে খবর দেন। পরে মাথাভাঙ্গা রেঞ্জের বনকর্মীরা সেখানে গিয়ে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান। (ছবি ও তথ্য-- সার্থক পণ্ডিত)
advertisement
7/9
বন দফতরের সূত্রে জানা গিয়েছে, আচমকাই একটি রক পাইথন প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ধরা পড়ার খবর আসে। মাথাভাঙ্গার ২ নং ব্লকের উনিশবিশা গ্রাম পঞ্চায়েতের বাবুরডাঙ্গা এলাকায় ওই সাপটি ধরা হয়। (ছবি ও তথ্য-- সার্থক পণ্ডিত)
বন দফতরের সূত্রে জানা গিয়েছে, আচমকাই একটি রক পাইথন প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ধরা পড়ার খবর আসে। মাথাভাঙ্গার ২ নং ব্লকের উনিশবিশা গ্রাম পঞ্চায়েতের বাবুরডাঙ্গা এলাকায় ওই সাপটি ধরা হয়। (ছবি ও তথ্য-- সার্থক পণ্ডিত)
advertisement
8/9
তারপর বনদফতরের আধিকারিকেরা গিয়ে সাপটিকে উদ্ধার করে আসে। সাপটিকে কোন সংরক্ষিত জঙ্গল এলাকায় ছেড়ে দেওয়া হয়। (ছবি ও তথ্য-- সার্থক পণ্ডিত)
তারপর বনদফতরের আধিকারিকেরা গিয়ে সাপটিকে উদ্ধার করে আসে। সাপটিকে কোন সংরক্ষিত জঙ্গল এলাকায় ছেড়ে দেওয়া হয়। (ছবি ও তথ্য-- সার্থক পণ্ডিত)
advertisement
9/9
মাথাভাঙ্গা রেঞ্জের রেঞ্জ অফিসার সজল পাল জানান, "অজগরটিকে একটি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ থেকে ধরা হয়েছে। তারপর সেটিকে আমাদের কাছে দিয়ে দেওয়া হয়। সাপটির প্রাথমিক ভাবে স্বাস্থ্য পর্যবেক্ষণের পর পাতলাখাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।" (ছবি ও তথ্য-- সার্থক পণ্ডিত)
মাথাভাঙ্গা রেঞ্জের রেঞ্জ অফিসার সজল পাল জানান, "অজগরটিকে একটি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ থেকে ধরা হয়েছে। তারপর সেটিকে আমাদের কাছে দিয়ে দেওয়া হয়। সাপটির প্রাথমিক ভাবে স্বাস্থ্য পর্যবেক্ষণের পর পাতলাখাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।" (ছবি ও তথ্য-- সার্থক পণ্ডিত)
advertisement
advertisement
advertisement