অ্যাকাউন্টে ব্যালেন্স নেই ? তারপরও ব্যাঙ্ক থেকে ১০,০০০ টাকা তুলতে পারবেন ? কী করে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এর পাশাপাশি ব্যাঙ্কিং পরিষেবা যেমন চেক বুক, পাসবুক, জীবন বিমা ও দুর্ঘটনা বিমা পাওয়া যায় ৷
অ্যাকাউন্টে টাকা নেই ? তারপরও ব্যাঙ্ক থেকে ১০ হাজার টাকা তুলতে পারবেন ? কী করে সম্ভব ? জন ধন অ্যাকাউন্ট থাকলে এই সুবিধা পাবেন অ্যাকাউন্ট হোল্ডাররা ৷ দেশের সমস্ত নাগরিককে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত করার জন্য ২০১৪ সালে প্রধানমন্ত্রী জনধন যোজনা (Pradhan Mantri Jan Dhan Yojana- PMJDY) চালু করা হয়েছিল ৷
advertisement
এই যোজনায় অ্যাকাউন্ট খুললে মিলবে একাধিক সুবিধা ৷ তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা হচ্ছে ওভারড্রাফ্ট পরিষেবা ৷ এর পাশাপাশি ব্যাঙ্কিং পরিষেবা যেমন চেক বুক, পাসবুক, জীবন বিমা ও দুর্ঘটনা বিমা পাওয়া যায় ৷ এর জেরে দরকারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলেও ব্যাঙ্ক থেকে ১০ হাজার টাকা তুলতে পারবেন ৷
advertisement
advertisement
advertisement
জন ধন যোজনায় অ্যাকাউন্টে টাকা না থাকলেও ১০ হাজার টাকার ওভারড্রাফ্ট পরিষেবা পাওয়া যায় ৷ এটা অনেকটা কম সময়ের লোনের মতো ৷ এই সুবিধা পাওয়ার জন্য জন ধন অ্যাকাউন্ট কমপক্ষে ৬ মাসের হতে হবে ৷ ৬ মাসের অ্যাকাউন্ট না হলে ২ হাজার টাকার ওভারড্রাফ্ট পাওয়া যাবে ৷ ওভারড্রাফ্ট সুবিধা পাওয়ার জন্য আপনার বয়স অধিকতম ৬৫ বছর হতে পারে ৷
advertisement
advertisement
advertisement
১. অ্যাকাউন্টে মিনিমাম বা ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই২. সেভিংস অ্যাকাউন্টের সমান সুদ পাওয়া যায়
৩. মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধা মিলবে বিনামূল্যে
৪. প্রত্যেক ব্যবহারকারী ২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা পাবেন
৫. ১০ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট সুবিধা মিলবে
৬. ক্যাশ তোলার জন্য ও শপিংয়ের জন্য মিলবে রুপে কার্ড