মোদি সরকারের নতুন যোজনা, ১ টাকা খরচা করলে মিলবে ২ লক্ষ টাকার ইনস্যুরেন্স
Last Updated:
সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মোদি সরকার নতুন যোজনা শুরু করেছে ৷ ইনস্যুরেন্সের জন্য যে টাকা লাগে সটা জোগার করতে সমস্যা হওয়ায় অনেকেই পিছিয়ে যান ৷ এই বিষয়টি মাথায় রেখে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা শুরু করেছিল ৷ এই যোজনায় মাসে ১ টাকা করে দিলে মিলবে ২ লক্ষ টাকার বিমা ৷ অথার্ৎ বছরে মাত্র ১২ টাকা দিতে হবে ৷ তাহলেই মিলবে ২ লক্ষ টাকার বিমা ৷
advertisement
PMSBY এর ফর্ম অনলাইনে বা ব্যাঙ্ক গিয়ে ফিল আপ করতে পারবেন ৷ যে কোনও ব্যাঙ্কের মাধ্যমে এই ইনস্যুরেন্স করাতে পারবেন ৷ পাবলিক সেক্টরের পাশাপাশি প্রাইভেট ব্যাঙ্কগুলিও তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে দিয়েছে ৷ এই সুবিধা নেওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক ৷ অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা কেটে নেওয়া হবে ৷ এর পাশাপাশি www.jansuraksha.gov.in লিঙ্ক থেকেও ফর্ম ডাউনলোড করা যেতে পারে ৷
advertisement
advertisement