সোনার চেয়েও দামি এই কাঠ! ১০ গ্রাম কাঠের দাম ১ কেজি সোনার সমান...জানেন কেন এত মূল্যবান?
- Published by:Tias Banerjee
Last Updated:
Most Expensive Wood In The World: ১০ গ্রাম কাঠের দাম ৮৫ লক্ষ ৬৩ হাজার টাকা। এটি বিশ্বের সবচেয়ে দামি ও দুষ্প্রাপ্য কাঠ। কী এমন বিশেষত্ব রয়েছে এই কাঠের? কেনই বা এর এত দাম? চলুন জেনে নেওয়া যাক!
আমরা সাধারণত গয়না তৈরির জন্য সোনা ও হীরের ব্যবহার দেখে অভ্যস্ত। এসব ধাতুর মূল্য আকাশছোঁয়া, সেটাও আমরা জানি। কিন্তু আপনি কি জানেন, এমন একটি কাঠ রয়েছে যার মাত্র ১০ গ্রামের দাম ১ কেজি সোনার সমান? অর্থাৎ, সোনা ও হীরেও এই কাঠের সামনে তুচ্ছ! কী এমন বিশেষত্ব রয়েছে এই কাঠের? কেনই বা এর এত দাম? চলুন জেনে নেওয়া যাক!
advertisement
advertisement
advertisement
কেন এত দামী এই কাঠ? আগরউড সাধারণত তুলনামূলক কম দামে পাওয়া যায়। তবে তার মধ্যেও বিশেষ কিছু প্রজাতি রয়েছে, যা অত্যন্ত মূল্যবান। খাঁটি আগরউডের দাম প্রতি কেজি প্রায় ৮৩ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে 'কিনাম' এতটাই বিরল যে, এর মাত্র ১০ গ্রাম কাঠের দাম ৮৫ লক্ষ ৬৩ হাজার টাকা! অর্থাৎ, ১০ গ্রাম কিনাম কাঠের মূল্য প্রায় ১ কেজি সোনার সমান!
advertisement
advertisement
কী ভাবে তৈরি হয় আগরউড? আগরউড থেকে সুগন্ধি তৈরির প্রক্রিয়াটি বেশ জটিল। প্রথমে Aquilaria নামের সবুজ আগরউড গাছের গায়ে গরম ধাতব রড বা ড্রিলের সাহায্যে ছিদ্র করা হয়। এরপর ওই ছিদ্রের মধ্যে বিশেষ ধরনের ফাঙ্গাস (ছত্রাক) প্রবেশ করানো হয়। এই ফাঙ্গাস গাছের ভেতরে ছড়িয়ে পড়ে, আর গাছ সেটিকে বিপদ হিসেবে ধরে নিয়ে গাঢ় কালো রেজিন উৎপন্ন করতে শুরু করে। ধীরে ধীরে এই রেজিন গাছের কাঠকে আগরউডে পরিণত করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement