হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » প্যানের সঙ্গে আধার লিঙ্ক করানো হয়নি? আটকে যেতে পারে NPS গ্রাহকদের লেনদেন!

প্যানের সঙ্গে আধার লিঙ্ক করানো হয়নি? আটকে যেতে পারে NPS গ্রাহকদের লেনদেন!

  • 15

    প্যানের সঙ্গে আধার লিঙ্ক করানো হয়নি? আটকে যেতে পারে NPS গ্রাহকদের লেনদেন!

    ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস) গ্রাহকদের জন্য প্যান এবং আধার লিঙ্ক করানো আবশ্যক। ফলে এনপিএস গ্রাহকদের আগামী ৩১ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে এই লিঙ্ক করানোর জন্য আহ্বান জানিয়েছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (পিএফআরডিএ)। না হলে আগামী ১ এপ্রিল, ২০২৩ তারিখ থেকে যে আর্থিক বর্ষ শুরু হচ্ছে, সেই সময় থেকে এনপিএস লেনদেনে বাধা-বিপত্তি তৈরি হতে পারে।

    MORE
    GALLERIES

  • 25

    প্যানের সঙ্গে আধার লিঙ্ক করানো হয়নি? আটকে যেতে পারে NPS গ্রাহকদের লেনদেন!

    সম্প্রতি এনপিএস গ্রাহকদের জন্য পেনশন রেগুলেটরের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে, প্যানের সঙ্গে আধার লিঙ্ক করাতে হবে আগামী ৩১ মার্চের মধ্যে। সমস্ত বিদ্যমান এনপিএস গ্রাহকদের নিজেদের আধার নম্বরের সঙ্গে প্যান লিঙ্ক করাতে হবে, যাতে মসৃণ ভাবে লেনদেন চালিয়ে যাওয়া সম্ভব হয় এবং উল্লিখিত সিবিডিটি বিজ্ঞপ্তি মেনে না চলার পরিণতি এড়ানো যায়। কারণ এই জাতীয় এনপিএস অ্যাকাউন্টগুলি কেওয়াইসি সম্মত নয় বলে বিবেচিত হবে। আর প্যান এবং আধার লিঙ্ক না করানো হলে এনপিএস লেনদেনে বাধা-বিপত্তি আসতে পারে।

    MORE
    GALLERIES

  • 35

    প্যানের সঙ্গে আধার লিঙ্ক করানো হয়নি? আটকে যেতে পারে NPS গ্রাহকদের লেনদেন!

    প্যান হল প্রধান আইডেন্টিফিকেশন নম্বর। আর সেই সঙ্গে এনপিএস অ্যাকাউন্টধারীদের জন্য এটা নো ইওর কাস্টমার বা কেওয়াইসি-র অংশ। রেগুলেটর অনুযায়ী, এনপিএস ইকোসিস্টেমের সকল সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের সব গ্রাহকদের জন্য বৈধ কেওয়াইসি নিশ্চিত করতে হবে। এমনটাই জানানো হয়েছে পিএফআরডিএ-র তরফ থেকে।

    MORE
    GALLERIES

  • 45

    প্যানের সঙ্গে আধার লিঙ্ক করানো হয়নি? আটকে যেতে পারে NPS গ্রাহকদের লেনদেন!

    আবার ১৯৬১ সালের আয়কর আইন অনুযায়ী, প্রতিটা মানুষের জন্যই এটা আবশ্যক। কারণ প্রতিটি মানুষের জন্যই তো আধার নম্বর জ্ঞাপন করতে পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান বরাদ্দ করা হয়, যাতে আধার এবং প্যান লিঙ্ক করা যায়। ফলে নির্ধারিত সময়ের আগে কিংবা নির্ধারিত সময়ের মধ্যেই এই লিঙ্ক করানো বাধ্যতামূলক। তবে এই কাজ সময়ের মধ্যে করানো না হলে প্যান কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে।

    MORE
    GALLERIES

  • 55

    প্যানের সঙ্গে আধার লিঙ্ক করানো হয়নি? আটকে যেতে পারে NPS গ্রাহকদের লেনদেন!

    রেগুলেটরের তরফে জানানো হয়েছে যে, গত ৩০ মার্চ, ২০২২ তারিখের সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে আধার আর প্যান লিঙ্ক করা না হলে গ্রাহকের প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে। আর সেই সঙ্গে ১৯৬১ সালের আয়কর আইনের আওতায় প্যান প্রদান করা, জানানো কিংবা উল্লেখ না করার ক্ষেত্রে সমস্ত পরিণতির জন্য দায়ী থাকবে।

    MORE
    GALLERIES