Gas Booking: ৬ মাস একটানা বুক না করলে কি গ্যাসের কানেকশন বন্ধ হয়ে যাবে ?আপনার যা জানা দরকার এখনই!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
একটানা ৬ মাস গ্যাস বুক করা না হলে কানেকশন কেটে দেওয়া হয়, পোশাকি ভাষায় তা ডিঅ্যাকটিভেট হয়ে যায়।
কোথাও স্পষ্ট করে বলা হয় না ঠিকই, তবে আমাদের এলপিজি গ্যাস কানেকশনও একরকম অস্তিত্বের প্রমাণপত্র। সেই কারণেই একটানা ৬ মাস গ্যাস বুক করা না হলে কানেকশন কেটে দেওয়া হয়, পোশাকি ভাষায় তা ডিঅ্যাকটিভেট হয়ে যায়। এবার এটা গ্রাহকের মর্জি- তিনি কানেকশন সক্রিয় বা রিঅ্যাকটিভেট করাবেন কি না!
advertisement
গ্যাস কানেকশন সক্রিয় করতে যা যা লাগে- ডিস্ট্রিবিউটরের নাম কনজিউমার নম্বর কনজিউমারের পুরো নাম ৬ মাস একটানা গ্যাস বুক না করার কারণ কনজিউমারের সই
advertisement
advertisement
- www.indane.co.in সাইটে যেতে হবে - স্ক্রিনের বাঁদিক থেকে বেছে নিতে হবে How do I - এর মধ্যে থেকে বেছে নিতে হবে How Do I reactivate my connection - ফর্ম ফিল আপ করতে হবে, এক্ষেত্রে উল্লেখ করতে হবে: . ডিস্ট্রিবিউটরের নাম . কনজিউমার নম্বর
advertisement
. কনজিউমারের পুরো নাম . ৬ মাস একটানা গ্যাস বুক না করার কারণ . কনজিউমারের সই . কেওয়াইসি (যদি দেওয়া না থাকে)
advertisement
এই আবেদন ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়েও ফর্ম তুলে ফিল আপ করে করা যায়। এর পর ডিস্ট্রিবিউটর সব কিছু খতিয়ে দেখে বন্ধ হয়ে যাওয়া গ্যাস কানেকশন আবার সক্রিয় করে দেবেন।
advertisement
মোটের ওপরে কাজ সহজই, তেমন কিছু ঝক্কি নেই। তবে হ্যাঁ, একাধিক বার কানেকশন যদি ডিঅ্যাকটিভেট হয়, সেক্ষেত্রে আর তা সক্রিয় নাও হতে পারে, এটাও মাথায় রাখা দরকার।
advertisement
advertisement