বর্তমানে বেশিরভাগ লেনদেন হয় অনলাইনে। তবে কাউকে মোটা টাকা দেওয়ার থাকলে চেক ব্যবহার করা হয় আজও। কিন্তু অনেক সময় চেক বাউন্স হয়। ভারতে চেক বাউন্স ধারা ১৩৮-এর অধীনে ১৮৮১ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের লঙ্ঘন। অর্থাৎ অপরাধ। এই ক্ষেত্রে চেকের পরিমাণের দ্বিগুণ পর্যন্ত জরিমানা, অথবা দুই বছরের জেল কিংবা দুটোই হতে পারে।
বিভিন্ন কারণে চেক বাউন্স হতে পারে। অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকা বা কম থাকা, ভুল স্বাক্ষর, লেখায় ভুল, অ্যাকাউন্ট নম্বরে ভুল, ওভাররাইট করা ইত্যাদি প্রধান কারণ। এছাড়া চেকের মেয়াদ শেষ হওয়া, চেকারের অ্যাকাউন্ট বন্ধ করা, জাল চেক সন্দেহে, চেকে কোম্পানির স্ট্যাম্পিং না করা এবং ওভারড্রাফট সীমা অতিক্রম করা ইত্যাদি কারণেও চেক বাউন্স হতে পারে। কিন্তু অ্যাকাউন্টে টাকা নেই অথচ কেউ চেক কেটে দিয়েছে, এমনটা ঘটলে সেটা আইনত অপরাধ।
চেক বাউন্স হলে ব্যাঙ্ক প্রথমে পাওনাদারকে একটি রসিদ দেয়। সেখানে চেক বাউন্সের কারণ ব্যাখ্যা করা হয়। এরপর পাওনাদারকে ৩০ দিনের মধ্যে চেক প্রেরকের কাছে নোটিস পাঠাতে হবে। নোটিসের ১৫ দিনের মধ্যে কোনও উত্তর না পেলে পাওনাদার ১৫ দিন শেষ হওয়ার তারিখ থেকে এক মাসের মধ্যে ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করতে পারেন। এরপরেও যদি টাকা না মেলে তাহলে চেক প্রেরকের বিরুদ্ধে মামলা করা যায়।