Gold and Silver Price: আগামী দিনে সোনার মূল্য বাড়বে না কি কমবে? কী বলছেন বিশেষজ্ঞরা

Last Updated:
সোনার দাম ক্রমশ বাড়ছেই। কিন্তু আগামী দিনে কিংবা মাসে কি সোনার দর হ্রাসের কোনও সম্ভাবনা রয়েছে?
1/15
আগামী দিনে সোনার দাম কত হতে পারে, সেটা নিশ্চিত ভাবে বলা মুশকিল। তবে বিশেষজ্ঞরা আগাম সময়ের জন্য সোনার মূল্য সম্পর্কে অনুমান করছেন। কারণ সোনার দাম বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে।
আগামী দিনে সোনার দাম কত হতে পারে, সেটা নিশ্চিত ভাবে বলা মুশকিল। তবে বিশেষজ্ঞরা আগাম সময়ের জন্য সোনার মূল্য সম্পর্কে অনুমান করছেন। কারণ সোনার দাম বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে।
advertisement
2/15
যার মধ্যে অন্যতম হল – পুনরায় মারণ কোভিড পরিস্থিতির উত্থান, মার্কিন ডলারের মূল্য, আমেরিকা-চিন বিশ্ব সম্পর্ক পুনঃস্থাপন, মুদ্রাস্ফীতি/ সুদের হার, টাকা ছাপা এবং আরও নানা কিছু। মজার বিষয় হল, একটা দেশের সব জায়গায় সোনার দর সমান হয় না।
যার মধ্যে অন্যতম হল – পুনরায় মারণ কোভিড পরিস্থিতির উত্থান, মার্কিন ডলারের মূল্য, আমেরিকা-চিন বিশ্ব সম্পর্ক পুনঃস্থাপন, মুদ্রাস্ফীতি/ সুদের হার, টাকা ছাপা এবং আরও নানা কিছু। মজার বিষয় হল, একটা দেশের সব জায়গায় সোনার দর সমান হয় না।
advertisement
3/15
অর্থাৎ বিভিন্ন রাজ্যে সোনার মূল্য ভিন্ন ভিন্ন হয়। কিন্তু এর কারণ কী। আসলে প্রতিটি রাজ্যের সরকারের নিজস্ব করের একটা হিসেব রয়েছে।
অর্থাৎ বিভিন্ন রাজ্যে সোনার মূল্য ভিন্ন ভিন্ন হয়। কিন্তু এর কারণ কী। আসলে প্রতিটি রাজ্যের সরকারের নিজস্ব করের একটা হিসেব রয়েছে।
advertisement
4/15
আসলে সোনার দাম ক্রমশ বাড়ছেই। কিন্তু আগামী দিনে কিংবা মাসে কি সোনার দর হ্রাসের কোনও সম্ভাবনা রয়েছে? সেই প্রশ্নটাই এখন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। তাই আসন্ন সময়ে সর্বভারতীয় ক্ষেত্রে সোনার দর কত হতে পারে, সেই বিষয়ে কী বলছে বিশেষজ্ঞদের অনুমান? সেটাই জেনে নেওয়া যাক।
আসলে সোনার দাম ক্রমশ বাড়ছেই। কিন্তু আগামী দিনে কিংবা মাসে কি সোনার দর হ্রাসের কোনও সম্ভাবনা রয়েছে? সেই প্রশ্নটাই এখন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। তাই আসন্ন সময়ে সর্বভারতীয় ক্ষেত্রে সোনার দর কত হতে পারে, সেই বিষয়ে কী বলছে বিশেষজ্ঞদের অনুমান? সেটাই জেনে নেওয়া যাক।
advertisement
5/15
জুন মাসে ২৪ ক্যারাট সোনার দাম ১ গ্রামের নিরিখে-
জুন মাসে ২৪ ক্যারাট সোনার দাম ১ গ্রামের নিরিখে-
advertisement
6/15
৬ জুন, ২০২৩ তারিখ, মঙ্গলবার: মূল্য ৬০১৬ টাকা। সর্বোচ্চ হতে পারে ৬০৪১ টাকা এবং সর্বনিম্ন হতে পারে ৫৯৯১ টাকা।  ১০ জুন, ২০২৩ তারিখ, শনিবার: মূল্য ৬০৩৯ টাকা। সর্বোচ্চ হতে পারে ৬০৬৮ টাকা এবং সর্বনিম্ন হতে পারে ৬০১১ টাকা।
৬ জুন, ২০২৩ তারিখ, মঙ্গলবার: মূল্য ৬০১৬ টাকা। সর্বোচ্চ হতে পারে ৬০৪১ টাকা এবং সর্বনিম্ন হতে পারে ৫৯৯১ টাকা। ১০ জুন, ২০২৩ তারিখ, শনিবার: মূল্য ৬০৩৯ টাকা। সর্বোচ্চ হতে পারে ৬০৬৮ টাকা এবং সর্বনিম্ন হতে পারে ৬০১১ টাকা।
advertisement
7/15
১৭ জুন, ২০২৩ তারিখ, শনিবার: মূল্য ৬০৪৫ টাকা। সর্বোচ্চ হতে পারে ৬০৭৮ টাকা এবং সর্বনিম্ন হতে পারে ৬০১১ টাকা।  ২৪ জুন, ২০২৩ তারিখ, শনিবার: মূল্য ৬০৫০ টাকা। সর্বোচ্চ হতে পারে ৬০৮৮ টাকা এবং সর্বনিম্ন হতে পারে ৬০১২ টাকা।
১৭ জুন, ২০২৩ তারিখ, শনিবার: মূল্য ৬০৪৫ টাকা। সর্বোচ্চ হতে পারে ৬০৭৮ টাকা এবং সর্বনিম্ন হতে পারে ৬০১১ টাকা। ২৪ জুন, ২০২৩ তারিখ, শনিবার: মূল্য ৬০৫০ টাকা। সর্বোচ্চ হতে পারে ৬০৮৮ টাকা এবং সর্বনিম্ন হতে পারে ৬০১২ টাকা।
advertisement
8/15
৩০ জুন, ২০২৩ তারিখ, শুক্রবার: মূল্য ৫৯৩৪ টাকা। সর্বোচ্চ হতে পারে ৫৯৭৪ টাকা এবং সর্বনিম্ন হতে পারে ৫৮৯৫ টাকা।  ১ জুলাই, ২০২৩ তারিখ, শনিবার: মূল্য ৫৯১৬ টাকা। সর্বোচ্চ হতে পারে ৫৯৫৬ টাকা এবং সর্বনিম্ন হতে পারে ৫৮৭৬ টাকা।
৩০ জুন, ২০২৩ তারিখ, শুক্রবার: মূল্য ৫৯৩৪ টাকা। সর্বোচ্চ হতে পারে ৫৯৭৪ টাকা এবং সর্বনিম্ন হতে পারে ৫৮৯৫ টাকা। ১ জুলাই, ২০২৩ তারিখ, শনিবার: মূল্য ৫৯১৬ টাকা। সর্বোচ্চ হতে পারে ৫৯৫৬ টাকা এবং সর্বনিম্ন হতে পারে ৫৮৭৬ টাকা।
advertisement
9/15
বছরের আগামী মাসগুলিতে ২৪ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে-
বছরের আগামী মাসগুলিতে ২৪ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে-
advertisement
10/15
বছরের প্রথম ৬ মাস প্রায় অতিক্রান্ত। এর পরবর্তী ৬ মাসে কী হতে চলেছে? আসলে বছরের এই বাকি ৬ মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত রয়েছে বিবাহ, দুর্গা পূজা, ধনতেরস, দীপাবলি-সহ নানা পূজা-পার্বণ। ফলে এই উপলক্ষে বহু মানুষ সোনার গহনা ক্রয় করেন।
বছরের প্রথম ৬ মাস প্রায় অতিক্রান্ত। এর পরবর্তী ৬ মাসে কী হতে চলেছে? আসলে বছরের এই বাকি ৬ মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত রয়েছে বিবাহ, দুর্গা পূজা, ধনতেরস, দীপাবলি-সহ নানা পূজা-পার্বণ। ফলে এই উপলক্ষে বহু মানুষ সোনার গহনা ক্রয় করেন।
advertisement
11/15
এই পরিস্থিতিতে সোনার দাম কত হতে পারে, সেই প্রশ্ন তাঁদের মনে জাগা স্বাভাবিক! এই প্রসঙ্গে বিশেষজ্ঞদের অনুমান, আগামী কয়েক মাসে সোনার মূল্য এখনকার তুলনায় ধীরে ধীরে কমতে পারে।
এই পরিস্থিতিতে সোনার দাম কত হতে পারে, সেই প্রশ্ন তাঁদের মনে জাগা স্বাভাবিক! এই প্রসঙ্গে বিশেষজ্ঞদের অনুমান, আগামী কয়েক মাসে সোনার মূল্য এখনকার তুলনায় ধীরে ধীরে কমতে পারে।
advertisement
12/15
জুলাইয়ে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার গড় মূল্য হতে পারে ৫৩৩৫০ টাকা। সর্বনিম্ন দাম হতে পারে ৫২৫৮০ টাকা।  অগাস্টে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার গড় মূল্য হতে পারে ৫৩৫১০ টাকা। সর্বনিম্ন দাম হতে পারে ৫২৬৫০ টাকা।
জুলাইয়ে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার গড় মূল্য হতে পারে ৫৩৩৫০ টাকা। সর্বনিম্ন দাম হতে পারে ৫২৫৮০ টাকা। অগাস্টে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার গড় মূল্য হতে পারে ৫৩৫১০ টাকা। সর্বনিম্ন দাম হতে পারে ৫২৬৫০ টাকা।
advertisement
13/15
সেপ্টেম্বরে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার গড় মূল্য হতে পারে ৫৩৭৭০ টাকা। সর্বনিম্ন দাম হতে পারে ৫২৮২০ টাকা।  অক্টোবরে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার গড় মূল্য হতে পারে ৫৩৮৩০ টাকা। সর্বনিম্ন দাম হতে পারে ৫২৭৮০ টাকা।
সেপ্টেম্বরে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার গড় মূল্য হতে পারে ৫৩৭৭০ টাকা। সর্বনিম্ন দাম হতে পারে ৫২৮২০ টাকা। অক্টোবরে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার গড় মূল্য হতে পারে ৫৩৮৩০ টাকা। সর্বনিম্ন দাম হতে পারে ৫২৭৮০ টাকা।
advertisement
14/15
নভেম্বরে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার গড় মূল্য হতে পারে ৫৪০৫০ টাকা। সর্বনিম্ন দাম হতে পারে ৫২৯১০ টাকা।  সেপ্টেম্বরে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার গড় মূল্য হতে পারে ৫৪২৬০ টাকা। সর্বনিম্ন দাম হতে পারে ৫২৬৫০ টাকা।
নভেম্বরে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার গড় মূল্য হতে পারে ৫৪০৫০ টাকা। সর্বনিম্ন দাম হতে পারে ৫২৯১০ টাকা। সেপ্টেম্বরে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার গড় মূল্য হতে পারে ৫৪২৬০ টাকা। সর্বনিম্ন দাম হতে পারে ৫২৬৫০ টাকা।
advertisement
15/15
আগামী সময়ের সোনার এই দর বিশেষজ্ঞদের অনুমান মাত্র। পরিস্থিতির উপর নির্ভর করে সোনার দরে তারতম্য হতে পারে। ফলে আগামী দিনে সোনার মূল্য কত হবে, সেটা সময়ই বলবে।
আগামী সময়ের সোনার এই দর বিশেষজ্ঞদের অনুমান মাত্র। পরিস্থিতির উপর নির্ভর করে সোনার দরে তারতম্য হতে পারে। ফলে আগামী দিনে সোনার মূল্য কত হবে, সেটা সময়ই বলবে।
advertisement
advertisement
advertisement