কেন প্যান ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক? জানাল কেন্দ্র সরকার
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
২৪ জানুয়ারি ২০২০ পর্যন্ত ৮৫ শতাংশ সেভিংস ও কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা হয়েছে ৷
মোদি সরকার ২৭ জানুয়ারি ২০২০ পর্যন্ত ৩০,৭৫,০২,৮২৪ জন প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়েছেন ৷ অমুরাগ সিং ঠাকুর সংসদে ওঠা প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে ডুপ্লিকেট প্যান কার্ড বাতিল করা ৷ সংসদে তিনি জানিয়েছেন, সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্স (CBDT) আধার ও প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ বাড়িয়ে ৩১ মার্চ ২০২০ করে দিয়েছে ৷ এর আগে সময়সীমা দেওয়া হয়েছিল ৩১ ডিসেম্বর ২০১৯ ৷ পড়ে তা বাড়ানো হয়েছে ৷
advertisement
আরেকটি অন্য প্রশ্নের উত্তরে তিনি আরও জানিয়েছেন ২৪ জানুয়ারি ২০২০ পর্যন্ত ৮৫ শতাংশ সেভিংস ও কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা হয়েছে ৷ পাশাপাশি ৩১ ডিসেম্বর ২০১৯ National Payments Corporation of India (NCPI) এর তরফে দেওয়া তথ্য অনুযায়ী, ৫৯.১৫ কোটি রুপে কার্ড ব্যাঙ্কের তরফে জারি করা হয়েছে ৷
advertisement
advertisement
আপনি SMS এর মাধ্যমেও প্যান ও আধার লিঙ্ক করতে পারবেন ৷ UIDPAN<স্পেস><12 অঙ্কের আধার নম্বর><স্পেস><10 অঙ্কের প্যান নম্বর> 567678 বা 56161 এই নম্বরে পাঠিয়ে দিতে হবে ৷ তাহলেই লিঙ্ক হয়ে যাবে প্যান ও আধার ৷ এছাড়া (https://incometaxindiaefiling.gov.in/) ওয়েবসাইটে গিয়েও আপনি প্যান ও আধার লিঙ্ক করতে পারবেন ৷