চেকের কোণে সমান্তরাল লাইন: চেক ফিল আপ করার সময় খুব ছোট ছোট জিনিসের উপরে খেয়াল রাখতে হয়৷ একটু এদিক ওদিক হলেই গন্ডগোল। উদাহরণস্বরূপ, একটি চেকে সই করার সময়, একটি সামান্য ভুলের জন্য এটি বাতিল হতে পারে। চেক-এ টাকা তোলা, বা ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রেও এমন অনেক ছোটখাটো নিয়ম আছে, যা খুব কম লোকেই জানে। আমরা শুধু যন্ত্রের মতো কাজগুলো করে যাই৷ কিন্তু, ঠিক কী কারণে কোনও কথা লেখা হচ্ছে, বা তাতে আমাদের কী লাভ হচ্ছে, সে সব আমরা কিছুই জানতে চাই না৷