Which is Write Lakh or Lac: LAC না Lakh ? কোনটা সঠিক ? ভুল লিখলে CHEQUE কি বাতিল হয়ে যাবে ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Which is Write Lakh or Lac: চেকে টাকা লেখার সময় ‘LAC’ না ‘Lakh’ কোনটি লিখবেন? বানান ভুল হলে চেক বাতিল হতে পারে। অনেকেই না জেনে করে ফেলেন এই সাধারণ ভুল। জেনে নিন সঠিক নিয়ম ও ব্যাঙ্কের নির্দেশিকা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই পদার্থকে আবার বার্নিশ, সিলিং ওয়াক্স এবং রঞ্জক প্রভৃতি হিসেবে ব্যবহার করা হয়। আর অভিধান অনুযায়ী, ‘Lakh’ শব্দের অর্থ হল একশো হাজার। তবে কথায় কথায় এখন মানুষ লক্ষ সংখ্যা চিহ্নিত করার জন্য ‘Lac’ শব্দটি ব্যবহার করে। ফলে বোঝাই যাচ্ছে যে, গ্রাহক হিসেবে ব্যাঙ্কে গিয়ে চেক লেখার সময় ‘Lac’ শব্দটি নয়, বরং ‘Lakh’ শব্দটিই ব্যবহার করা উচিত।