সোনার দামে ধসের ইঙ্গিত, একদিনেই বড় পতনের আশঙ্কা! অর্ধেক কমতে পারে রুপোর দাম?
- Published by:Tias Banerjee
Last Updated:
Gold Price Fall: সোনা ১.৪০ লক্ষ ও রুপো ২.৫০ লক্ষ টাকায় পৌঁছেছে! বাজার বিশেষজ্ঞরা বড় সংশোধনের আশঙ্কা করছেন। বিনিয়োগের জোরে দাম বাড়লেও সাধারণ ক্রেতার চাহিদা কম।
সোনা ও রুপোর দামে রেকর্ড ঊর্ধ্বগতির মধ্যেই বড়সড় সংশোধনের আশঙ্কার কথা জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক ও দেশীয় বাজারে সোনার দাম যেখানে ১.৪০ লক্ষ টাকা ছুঁয়েছে, সেখানে রুপোর দাম কেজি প্রতি ২.৫০ লক্ষ টাকা পেরিয়ে নজির গড়েছে। তবে এই রেকর্ড দামের মাঝেই সতর্কবার্তা—একদিনেই ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত দরপতন হতে পারে।
advertisement
advertisement
advertisement
এই পরিস্থিতিতে বড় প্রশ্ন—এই দাম কি টিকে থাকবে, না কি আচমকাই বড় ধস নামবে? পণ্যবাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বাজারে লেনদেনের পরিমাণ তুলনামূলক ভাবে কম। বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ছুটির মরসুমে সক্রিয় না থাকায় কম ভলিউমেই দাম বাড়ানো সহজ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের দাবি, মাত্র ন’টি কার্যদিবসেই রুপোর দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে, যা উদ্বেগজনক ইঙ্গিত।
advertisement
তাঁদের মতে, এত দ্রুত দরবৃদ্ধির পর সংশোধনও ততটাই তীব্র হতে পারে। একদিনেই রুপোর দাম ১০–১২ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে, সোনার ক্ষেত্রেও বড় পতনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাজারে বর্তমানে বিক্রেতার সংখ্যা কম হলেও এক্সচেঞ্জে বিপুল পরিমাণ ‘লং পজিশন’ তৈরি হয়েছে। লাভ তুলে নেওয়া শুরু হলেই বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা।
advertisement
advertisement
বাজার সূত্রের দাবি, এই ঊর্ধ্বগতির মূল ভরসা বিনিয়োগ। গোল্ড ইটিএফ, সিলভার ইটিএফ, দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও বড় ফান্ডগুলির কেনাকাটাই দাম ধরে রেখেছে। ব্যাঙ্কে স্থায়ী আমানতে প্রায় ৭ শতাংশ রিটার্নের তুলনায় সোনা–রুপোর রিটার্ন বেশি হওয়ায় অনেকেই এই ধাতুগুলির দিকে ঝুঁকেছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, একসঙ্গে অত বেশি মানুষ একই দিকে এগোলে ঝুঁকি বাড়ে।
advertisement
এই দামের প্রভাব পড়েছে গয়না শিল্পেও। বিয়ে ও উৎসবের মরসুমে যেখানে বিক্রি বাড়ার কথা, সেখানে এখন বিক্রি কমছে। গয়নার স্টকের মূল্য বেড়ে যাওয়ায় কাজের মূলধনের উপর চাপ বাড়ছে। আগে যেখানে ২২ ক্যারাট সোনা স্বচ্ছন্দে কেনা যেত, এখন অনেকেই হালকা গয়না বা ১৮ কিংবা ১৪ ক্যারাট সোনার দিকে ঝুঁকছেন। রুপোর আকাশছোঁয়া দামে ভারী রুপোর সামগ্রী সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
advertisement
বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, আগামী দিনে বড় সংশোধন অনিবার্য। তাঁদের পূর্বাভাস, সোনার দাম ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত কমতে পারে, রুপোর দাম পড়তে পারে ১০ থেকে ২০ শতাংশ। তবে এর অর্থ এই নয় যে সোনা ও রুপোর গুরুত্ব কমে যাবে। দীর্ঘমেয়াদে এগুলি এখনও মূল্যবান সম্পদ হিসেবেই থাকবে। বাজারে এই ধরনের ধাক্কা স্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
advertisement






