SBI-এর ‘Har Ghar Lakhpati’ স্কিম কতটা লাভজনক? কাদের বিনিয়োগ করা উচিত? মাথায় রাখুন ‘এই’ বিষয়গুলো

Last Updated:
SBI Har Ghar Lakhpati Scheme: এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়। এর উপর সুদ মেলে।
1/8
‘হর ঘর লাখপতি’ স্কিম চালু করেছে এসবিআই। মূলত রেকারিং ডিপোজিট স্কিম। ৩ থেকে ১০ বছরের মধ্যে ১ লাখ টাকা বা তার বেশি রিটার্ন পেতেন পারেন। সুদের হার তুলনামূলকভাবে বেশি। ফলে রিটার্নও ভাল পাওয়া যায়।
‘হর ঘর লাখপতি’ স্কিম চালু করেছে এসবিআই। মূলত রেকারিং ডিপোজিট স্কিম। ৩ থেকে ১০ বছরের মধ্যে ১ লাখ টাকা বা তার বেশি রিটার্ন পেতেন পারেন। সুদের হার তুলনামূলকভাবে বেশি। ফলে রিটার্নও ভাল পাওয়া যায়।
advertisement
2/8
এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়। এর উপর সুদ মেলে। ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি পদ্ধতিতে বিনিয়োগ বাড়তে থাকে। ‘হর ঘর লাখপতি’ স্কিমে নাবালক বা নাবালিকারাও নামেও অ্যাকাউন্ট খোলা যায়।
এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়। এর উপর সুদ মেলে। ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি পদ্ধতিতে বিনিয়োগ বাড়তে থাকে। ‘হর ঘর লাখপতি’ স্কিমে নাবালক বা নাবালিকারাও নামেও অ্যাকাউন্ট খোলা যায়।
advertisement
3/8
সুদের হার: এই স্কিমের ৩ থেকে ৪ বছর মেয়াদে সবচেয়ে বেশি হারে সুদ পাওয়া যায়। ৬০ বছরের কম বয়সী বিনিয়োগকারীরা পান ৬.৭৫ শতাংশ হারে সুদ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.২৫ শতাংশ। স্টেট ব্যাঙ্কের অন্যান্য রেকারিং ডিপোজিট স্কিমে সুদের হার অপরিবর্তিত রয়েছে। সাধারণ গ্রাহকদের ৬.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
সুদের হার: এই স্কিমের ৩ থেকে ৪ বছর মেয়াদে সবচেয়ে বেশি হারে সুদ পাওয়া যায়। ৬০ বছরের কম বয়সী বিনিয়োগকারীরা পান ৬.৭৫ শতাংশ হারে সুদ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.২৫ শতাংশ। স্টেট ব্যাঙ্কের অন্যান্য রেকারিং ডিপোজিট স্কিমে সুদের হার অপরিবর্তিত রয়েছে। সাধারণ গ্রাহকদের ৬.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
advertisement
4/8
মেয়াদ: গ্রাহক সুবিধা অনুযায়ী মেয়াদ বেছে নিতে পারেন। ‘হর ঘর লাখপতি’ স্কিমে ১২ মাস (১ বছর) থেকে শুরু করে ১২০ মাস (১০ বছর) পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনিয়োগ করা যায়। এটা দীর্ঘমেয়াদি এবং স্বল্পমেয়াদি, দু’রকমের আর্থিক লক্ষ্য পূরণের জন্যই ডিজাইন করা হয়েছে।
মেয়াদ: গ্রাহক সুবিধা অনুযায়ী মেয়াদ বেছে নিতে পারেন। ‘হর ঘর লাখপতি’ স্কিমে ১২ মাস (১ বছর) থেকে শুরু করে ১২০ মাস (১০ বছর) পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনিয়োগ করা যায়। এটা দীর্ঘমেয়াদি এবং স্বল্পমেয়াদি, দু’রকমের আর্থিক লক্ষ্য পূরণের জন্যই ডিজাইন করা হয়েছে।
advertisement
5/8
এখন প্রশ্ন হল, এসবিআই ‘হর ঘর লাখপতি’ স্কিমে বিনিয়োগ করা উচিত হবে কি না? এর উত্তর দেওয়ার আগে প্রকল্পের অন্যান্য সুবিধা এবং অসুবিধাগুলোতে চোখ বুলিয়ে নেওয়া যাক। এতে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। লক-ইন পিরিয়ড: ‘হর ঘর লাখপতি’ স্কিমে ন্যূনতম ৩ বছরের লক-ইন পিরিয়ড রয়েছে।
এখন প্রশ্ন হল, এসবিআই ‘হর ঘর লাখপতি’ স্কিমে বিনিয়োগ করা উচিত হবে কি না? এর উত্তর দেওয়ার আগে প্রকল্পের অন্যান্য সুবিধা এবং অসুবিধাগুলোতে চোখ বুলিয়ে নেওয়া যাক। এতে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। লক-ইন পিরিয়ড: ‘হর ঘর লাখপতি’ স্কিমে ন্যূনতম ৩ বছরের লক-ইন পিরিয়ড রয়েছে।
advertisement
6/8
তিন বছরের আগে টাকা তুললে জরিমানা: এই সময়ের আগে টাকা তুললে জরিমানা গুনতে হবে। ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে জরিমানা হবে ০.৫০ শতাংশ এবং ৫ লক্ষের বেশি হলে ১ শতাংশ। সুদের হার কমে যাবে: এর ফলে সুদের হারও ০.৫ থেকে ১ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
তিন বছরের আগে টাকা তুললে জরিমানা: এই সময়ের আগে টাকা তুললে জরিমানা গুনতে হবে। ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে জরিমানা হবে ০.৫০ শতাংশ এবং ৫ লক্ষের বেশি হলে ১ শতাংশ। সুদের হার কমে যাবে: এর ফলে সুদের হারও ০.৫ থেকে ১ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
advertisement
7/8
এসবিআই-এর রেকারিং ডিপোজিট স্কিমে ৭ দিনের কম টাকা রাখলে কোনও সুদ মেলে না। এদিক থেকে এইচডিএফসি-তে সুবিধা রয়েছে। অকাল প্রত্যাহারে কোনও জরিমানা দিতে হয় না। যাঁরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য এই প্রকল্প খুব লাভজনক নাও হতে পারে। কারণ ইক্যুইটি ইনভেস্টমেন্টের তুলনায় রিটার্ন অনেক কম।
এসবিআই-এর রেকারিং ডিপোজিট স্কিমে ৭ দিনের কম টাকা রাখলে কোনও সুদ মেলে না। এদিক থেকে এইচডিএফসি-তে সুবিধা রয়েছে। অকাল প্রত্যাহারে কোনও জরিমানা দিতে হয় না। যাঁরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য এই প্রকল্প খুব লাভজনক নাও হতে পারে। কারণ ইক্যুইটি ইনভেস্টমেন্টের তুলনায় রিটার্ন অনেক কম।
advertisement
8/8
তবে কিছু সুবিধাও রয়েছে। এই স্কিমে গ্যারান্টেড রিটার্ন মেলে। বিনিয়োগ থাকে সম্পূর্ণ নিরাপদ। রক্ষণশীল বিনিয়োগকারীদের জন্য এটা আদর্শ, বিশেষ করে যাঁরা রিটার্ন এবং মূলধনের সুরক্ষা চান। তাছাড়া যাঁরা প্রথমবার বিনিয়োগ করছেন, বা ছাত্রছাত্রী, তাঁদের জন্যও ভাল। কম পরিমাণে বিনিয়োগ শুরু করতে পারবেন।
তবে কিছু সুবিধাও রয়েছে। এই স্কিমে গ্যারান্টেড রিটার্ন মেলে। বিনিয়োগ থাকে সম্পূর্ণ নিরাপদ। রক্ষণশীল বিনিয়োগকারীদের জন্য এটা আদর্শ, বিশেষ করে যাঁরা রিটার্ন এবং মূলধনের সুরক্ষা চান। তাছাড়া যাঁরা প্রথমবার বিনিয়োগ করছেন, বা ছাত্রছাত্রী, তাঁদের জন্যও ভাল। কম পরিমাণে বিনিয়োগ শুরু করতে পারবেন।
advertisement
advertisement
advertisement