ভেনেজুয়েলার তেল সৌদি আরবের থেকেও বেশি! তাও এমন 'হাঁড়ির হাল' কেন? ভারতে এর কী প্রভাব পড়তে পারে জেনে নিন!
- Published by:Tias Banerjee
Last Updated:
বিশ্বের বৃহত্তম তেল ভান্ডার থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা অর্থনৈতিক বিপর্যয়ে, নিকোলাস মাদুরো গ্রেফতার, আমেরিকার হস্তক্ষেপে ভারতের তেল আমদানিতে পরিবর্তনের সম্ভাবনা।
advertisement
advertisement
advertisement
১৯৫০-এর দশক: যখন ভেনেজুয়েলার দিন ফিরছিলদ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত সারাতে ব্যস্ত ছিল গোটা বিশ্ব, সেই সময় ভেনেজুয়েলার ভাগ্য বদলে যায় মাটির নিচের ‘কালো সোনা’—তেলের জোরে।১৯৫২ সালের মধ্যেই ভেনেজুয়েলা হয়ে ওঠে বিশ্বের চতুর্থ ধনী দেশ। রাজধানী কারাকাসের রাস্তায় সারি সারি বিলাসবহুল গাড়ি, মাথা উঁচু করে দাঁড়িয়ে আকাশছোঁয়া অট্টালিকা।
advertisement
advertisement
১৯৭০-এর দশকে বিশ্বজুড়ে তেলের দাম আকাশছোঁয়া হলে ডলারে ভরে ওঠে ভেনেজুয়েলার ঘরবাড়ি। সেই সময়ের গল্প আজও কিংবদন্তি—মানুষ সাপ্তাহিক ছুটিতে সরাসরি মায়ামি যেত শপিং করতে। বিশ্বের সবচেয়ে দামি স্কচ হুইস্কি ও শ্যাম্পেনের অন্যতম বড় ক্রেতা ছিল ভেনেজুয়েলা। মানুষের মধ্যে কাজ করার প্রয়োজনীয়তাই যেন কমে গিয়েছিল। মাথাপিছু আয়ে তারা স্পেন, গ্রিস, ইজরায়েলের মতো উন্নত দেশকেও ছাপিয়ে যায়। (Representative Image: AI)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বর্তমান সঙ্কট: আমেরিকা কি ভাগ্য ফেরাতে পারবে? ট্রাম্প প্রশাসনের দাবি, এই সামরিক অভিযানের পর আমেরিকার তেল সংস্থাগুলি ভেনেজুয়েলায় বিপুল বিনিয়োগ করবে এবং ভেঙে পড়া পরিকাঠামো মেরামত করবে। তবে বাস্তবে কতটা পরিবর্তন আসবে, তা নির্ভর করবে সেখানে গঠিত নতুন সরকারের উপর। যদি আমেরিকা-সমর্থিত স্থিতিশীল সরকার ক্ষমতায় আসে, তবে দীর্ঘদিনের কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। সে ক্ষেত্রে ভেনেজুয়েলার তেল আবার বড় আকারে বিশ্ববাজারে প্রবেশ করবে।









