advertisement

Union Budget 2026 Share Market: বাজেটের দিন শেয়ার মার্কেট খোলা থাকলেও করতে পারবেন না কিছু কাজ! শেয়ার কেনাবেচার ক্ষেত্রেও থাকছে কিছু নিয়ম! জেনে নিন

Last Updated:
অন্যান্য কাজের দিনের মতো কাজকর্ম স্বাভাবিক চলবে এ দিন। রবিবার শেয়ার বাজার খোলা থাকায় বাজেটের আগের ও বাজেটের সময়ে সূচকের ওঠাপড়াকে কাজে লাগিয়ে শেয়ার কেনাবেচা করতে চাইবেন বহু বিনিয়োগকারী। কিন্তু নির্দিষ্ট এই দিনটিতে ট্রেডিংয়ের কিছু নিয়ম রয়েছে।
1/4
বিদেশি বিনিয়োগকারীদের টানেই ভাঙল রুপি, ডলারের দাপটে ৯১.৯৭-এ নতুন তলানি Indian Rupee hits record low against Dollar Share Market falls
রবিবার পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। রবিবার বাজেট অধিবেশন উপলক্ষে খোলা থাকবে শেয়ার বাজার। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই একটি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটের দিন শেয়ার বাজার সকাল সওয়া ৯টা থেকে বিকাল সাড়ে ৩টে পর্যন্ত খোলা থাকবে।
advertisement
2/4
অন্যান্য কাজের দিনের মতো কাজকর্ম স্বাভাবিক চলবে এ দিন। রবিবার শেয়ার বাজার খোলা থাকায় বাজেটের আগের ও বাজেটের সময়ে সূচকের ওঠাপড়াকে কাজে লাগিয়ে শেয়ার কেনাবেচা করতে চাইবেন বহু বিনিয়োগকারী। কিন্তু নির্দিষ্ট এই দিনটিতে ট্রেডিংয়ের কিছু নিয়ম রয়েছে।
অন্যান্য কাজের দিনের মতো কাজকর্ম স্বাভাবিক চলবে এ দিন। রবিবার শেয়ার বাজার খোলা থাকায় বাজেটের আগের ও বাজেটের সময়ে সূচকের ওঠাপড়াকে কাজে লাগিয়ে শেয়ার কেনাবেচা করতে চাইবেন বহু বিনিয়োগকারী। কিন্তু নির্দিষ্ট এই দিনটিতে ট্রেডিংয়ের কিছু নিয়ম রয়েছে।
advertisement
3/4
শেয়ার বাজার সূত্রের খবর, রবিবার যেহেতু কেন্দ্রীয় বাজেট তাই বাজার খোলা থাকলেও ওইদিন 'সেটেলমেন্ট হলিডে' হওয়ার কারণে ইন্ট্রাডে বা স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের কোনও সুযোগ পাবেন না। 'সেটেলমেন্ট হলিডে' হল এমন একটি দিন যখন স্টক মার্কেট খোলা থাকলেও কেনাবেচার পরের ধাপগুলি পরিচালনা সম্ভব হয় না। অর্থাৎ ৩০ তারিখে কেনা শেয়ার ১ ফেব্রুয়ারি বেচতে চাইলে তা সম্ভব হবে না। আবার ১ ফেব্রুয়ারি শেয়ার কিনে ওই দিনই বেচতে পারবেন না।
শেয়ার বাজার সূত্রের খবর, রবিবার যেহেতু কেন্দ্রীয় বাজেট তাই বাজার খোলা থাকলেও ওইদিন 'সেটেলমেন্ট হলিডে' হওয়ার কারণে ইন্ট্রাডে বা স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের কোনও সুযোগ পাবেন না। 'সেটেলমেন্ট হলিডে' হল এমন একটি দিন যখন স্টক মার্কেট খোলা থাকলেও কেনাবেচার পরের ধাপগুলি পরিচালনা সম্ভব হয় না। অর্থাৎ ৩০ তারিখে কেনা শেয়ার ১ ফেব্রুয়ারি বেচতে চাইলে তা সম্ভব হবে না। আবার ১ ফেব্রুয়ারি শেয়ার কিনে ওই দিনই বেচতে পারবেন না।
advertisement
4/4
ওইদিন যে কেউ চাইলে এক্সচেঞ্জে (এনএসই/বিএসই) যথারীতি শেয়ার কিনতে বা বেচতে পারেন কিন্তু, ব্যাঙ্ক ক্লিয়ারিং কর্পোরেশন ডিপোজিটরি বন্ধ থাকায় অর্থ এবং শেয়ারের ওইদিনই সঠিক স্থানান্তর সম্ভব হবে না।
ওইদিন যে কেউ চাইলে এক্সচেঞ্জে (এনএসই/বিএসই) যথারীতি শেয়ার কিনতে বা বেচতে পারেন কিন্তু, ব্যাঙ্ক ক্লিয়ারিং কর্পোরেশন ডিপোজিটরি বন্ধ থাকায় অর্থ এবং শেয়ারের ওইদিনই সঠিক স্থানান্তর সম্ভব হবে না।
advertisement
advertisement
advertisement