

অর্থনীতিবিদ এবং অর্থনীতির নানা ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের দীর্ঘ প্রতীক্ষা অবশেষে সমাপ্ত হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) সংসদে ২০২১ থেকে ২০২২ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন। সেই সূত্রে তাঁরা মিলিয়ে নিয়েছেন নিজেদের অনুমানের ক্ষেত্রকে। কিন্তু সাধারণ মানুষের পক্ষে বাজেট বড় সোজা ব্যাপার নয়। তাই News18-এর পক্ষ থেকে এখানে সাজিয়ে দেওয়া হল চলতি বাজেটের গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো।


এবারের বাজেট দেশের উন্নতির স্বার্থে ৬টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে। এগুলি হল- স্বাস্থ্য এবং সুস্থতা, ফিজিক্যাল আর ফিনান্সিয়াল ক্যাপিটাল, ইনফ্রাস্ট্রাকচার, ভারতের কাঙ্ক্ষিত সাফল্যে পদক্ষেপ, হিউম্যান ক্যাপিটালের পরিমার্জন, রিসার্চ-ডেভেলপমেন্ট-আবিষ্কার খাতে বিনিয়োগ, মিনিমাম গভর্ন্মেন্ট ম্যাক্সিমাম গভর্ন্যান্স।


সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়াকে অতিরিক্ত ১,০০০ কোটি টাকা অনুদান। ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি পেল অতিরিক্ত ১,৫০০ কোটি টাকা অর্থবরাদ্দ।


অর্থনৈতিক উন্নতির স্বার্থে দেশের ৬ মৎস্যবন্দরকে ফিশিং হাবে পরিণত করা হবে। এগুলি হল- কোচি, চেন্নাই, বিশাখপত্তনম, পারাদ্বীপ আর পেতুয়াঘাট।


ট্যাক্স হলিডে এক্সটেন্ড করা হল ১ বছরের জন্য। কোনও বিনিয়োগের ক্ষেত্রে ক্যাপিটাল গেইনস একজেম্পশনের মেয়াদও বাড়ল ১ বছর।


কৃষকদের জন্য বরাদ্দ ২০১৩-১৪ অর্থবর্ষে ছিল ৩৩,৮৭৪ কোটি টাকা, ২০১৯-২০ অর্থবর্ষে ছিল ৬২,৮০২ কোটি টাকা, ২০২০-২১ অর্থবর্ষে ছিল ৭৫,০৬০ কোটি টাকা। ২০১৯-২০-তে উপকৃত হয়েছিল ৩৫.৫৭ লক্ষ; ২০২০-২১-এ উপকৃত হয়েছে ৪৩.৩৬ লক্ষ।


রেলখাতে বরাদ্দ হল ১,১০,০৫৫ কোটি টাকা। হাই ডেনসিটি নেটওয়ার্কে অটোমেটিক ট্রেন এবং ব্রডগেজে ২০২৩ সালের মধ্যে ১০০ শতাংশ ইলেকট্রিফিকেশনের কাজ শেষ হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।


জলজীবন মিশনের আওতায় ২.৮৭ লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে। উদ্দেশ্য- ২.৮৬ কোটি পরিবারে জলের কানেকশন দেওয়া, ৪৩৭৮ আরবান লোকাল বডিতে জলের নিরবচ্ছিন্ন সরবরাহ, ৫০০ অমৃত শহরে লিক্যুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট।


আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা নামে নয়া প্রকল্প শুরু। ৬ বছরে এই খাতে ব্যয় করা হবে ৬৪,১৮০ কোটি টাকা। স্বাস্থ্য পরিষেবা বাড়ানো, ক্রমবর্ধমান সংক্রমণ রোধ এর উদ্দেশ্য।


পথসংস্কার এবং নির্মাণে পশ্চিমবঙ্গের সাকুল্যে ৬৭৫ কিলোমিটারের জন্য ৯৫,০০০ কোটি টাকা, অসমে ১,৩০০ কিলোমিটার হাইওয়ে করিডর গড়ে তোলার লক্ষ্যে ৩,৪০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তামিল নাড়ুতে ৩,৫০০ কিলোমিটার হাইওয়ে করিডর তৈরির কাজে ১.৩ লক্ষ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। এক লক্ষ্যে ১,৫০০ কিলোমিটার হাইওয়ে করিডর নির্মাণে কেরল পাচ্ছে ৬৫,০০০ কোটি টাকা।