Budget 2021: এক ঝলকে দেখে নিন বাজেটের গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে ২০২১ থেকে ২০২২ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন, জেনে নিন সরকারের গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো
অর্থনীতিবিদ এবং অর্থনীতির নানা ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের দীর্ঘ প্রতীক্ষা অবশেষে সমাপ্ত হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) সংসদে ২০২১ থেকে ২০২২ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন। সেই সূত্রে তাঁরা মিলিয়ে নিয়েছেন নিজেদের অনুমানের ক্ষেত্রকে। কিন্তু সাধারণ মানুষের পক্ষে বাজেট বড় সোজা ব্যাপার নয়। তাই News18-এর পক্ষ থেকে এখানে সাজিয়ে দেওয়া হল চলতি বাজেটের গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো।
advertisement
এবারের বাজেট দেশের উন্নতির স্বার্থে ৬টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে। এগুলি হল- স্বাস্থ্য এবং সুস্থতা, ফিজিক্যাল আর ফিনান্সিয়াল ক্যাপিটাল, ইনফ্রাস্ট্রাকচার, ভারতের কাঙ্ক্ষিত সাফল্যে পদক্ষেপ, হিউম্যান ক্যাপিটালের পরিমার্জন, রিসার্চ-ডেভেলপমেন্ট-আবিষ্কার খাতে বিনিয়োগ, মিনিমাম গভর্ন্মেন্ট ম্যাক্সিমাম গভর্ন্যান্স।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পথসংস্কার এবং নির্মাণে পশ্চিমবঙ্গের সাকুল্যে ৬৭৫ কিলোমিটারের জন্য ৯৫,০০০ কোটি টাকা, অসমে ১,৩০০ কিলোমিটার হাইওয়ে করিডর গড়ে তোলার লক্ষ্যে ৩,৪০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তামিল নাড়ুতে ৩,৫০০ কিলোমিটার হাইওয়ে করিডর তৈরির কাজে ১.৩ লক্ষ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। এক লক্ষ্যে ১,৫০০ কিলোমিটার হাইওয়ে করিডর নির্মাণে কেরল পাচ্ছে ৬৫,০০০ কোটি টাকা।