PAN-আধার লিঙ্ক করানো যাচ্ছে না কিছুতেই! কী করবেন জেনে নিন উপায়
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
অনেকেই হয়তো ইতিমধ্যে এমন সমস্যার সম্মুখীন হয়েছেন যেখানে PAN-আধার সফল ভাবে লিঙ্ক করানো সম্ভবই হচ্ছে না। কেন এমন হচ্ছে দেখে নেওয়া যাক এক নজরে—
৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যে লিঙ্ক করিয়ে ফেলতে হবে PAN ও আধার। না হলে ১ এপ্রিল ২০২৩ তারিখ থেকে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে PAN। তার ফলে নানা রকম সমস্যার সম্মুখীন হবেন যে কোনও ভারতীয় নাগরিক। কিন্তু অনেকেই হয়তো ইতিমধ্যে এমন সমস্যার সম্মুখীন হয়েছেন যেখানে PAN-আধার সফল ভাবে লিঙ্ক করানো সম্ভবই হচ্ছে না। কেন এমন হচ্ছে দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
advertisement
ই-ফাইলিং পোর্টালে সংশোধন: এখন ই-ফাইলিং পোর্টালেই একটি লিঙ্ক পাওয়া যায়। সেখান থেকে হয় PAN অথবা আধার সংশোধন করিয়ে নিতে হবে। Link Aadhaar ট্যাবের নিচে Links to correct name বলে একটি অংশ দেখা যাবে। সেখানে ক্লিক করলেই দু’টি লিঙ্কের অপশন পাওয়া যাবে—একটি আধার সংশোধনের জন্য। অন্য PAN। নিজের প্রয়োজন মতো লিঙ্ক বেছে নিলেই হবে।
advertisement
PAN সংশোধন: মনে রাখতে হবে, পুরনো PAN-এর তথ্য পরিবর্তন করে ফেললে ব্যাঙ্ক, মিউচুয়াল ফান্ড বা বিমা-সহ অন্য বিনিয়োগের ক্ষেত্রে নতুন করে KYC জমা দিয়ে নতুন নামের বানান প্রয়োগ করতে হবে। PAN সংশোধনের আবেদন করলে ১০৭ টাকা (৯৩.০০+১৫.০০%) ফি দিতে হয়। এই ফি ডিমান্ড ড্রাফট, ক্রেডিট বা ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেওয়া যেতে পারে। নিজের নাম পদবী, জন্ম তারিখ, লিঙ্গ বা নিজের স্বাক্ষর, ছবি, পিতার নাম, ঠিকানাও পরিবর্তন করা যেতে পারে। অফলাইনে তথ্য সংশোধন করতে, Form for changes in PAN ফর্মটির সঙ্গে প্রয়োজনীয় বৈধ নথি পাঠাতে হবে। অনলাইনে সংশোধন করতে, NSDL-এর লিঙ্কটি ব্যবহার করে Changes/Correction in existing PAN Data অপশন বেছে নিতে হবে। বিস্তারিত জানতে এই https://tin.tin.nsdl.com/pan/correctiondsc.html লিঙ্কে ক্লিক করা যেতে পারে
advertisement
আধার সংশোধন: একই ভাবে চাইলে কেউ তাঁর আধারের তথ্যও সংশোধন করতে পারেন। অনলাইনে একাজ করা যেতে পারে। অথবা কোনও আধার এনরোলমেন্ট সেন্টারে যাওয়া যেতে পারে। অনলাইনে SSVP পোর্টালে গিয়ে আধারের যে অংশ আপডেট বা পরিবর্তন করা প্রয়োজন তা নির্বাচন করে নিতে হবে। তারপর প্রয়োজনীয় অংশে গিয়ে সঠিক তথ্য পূরণ করতে হবে। এক্ষেত্রে একটি URN বা ইউনিক রিকোয়েস্ট নম্বর দেওয়া হবে, সেটি জানাতে হবে। এরপর BPO নির্বাচন করে পরিবর্তিত তথ্যের সপক্ষে কোনও নথির স্ক্যান করা কপি দাখিল করতে হবে। URN দিয়েই পরে স্টেটাস দেখে নেওয়া যেতে পারে।
advertisement