Uber Shikara Ride: ডাল লেকে বিশেষ পরিষেবা চালু উবারের, ক্যাবের মতোই মোবাইলে বুক করা যাবে 'শিকারা রাইড'
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Uber Shikara Ride: উবার শ্রীনগরের ডাল লেকে তার অ্যাপের মাধ্যমে শিকারা রাইড চালু করেছে। প্রতিদিন সাতটি শিকারা পরিষেবা দেওয়া হবে৷ প্রতিটি শিকারা সর্বাধিক চারজন যাত্রীর জন্য উপলব্ধ এবং আগে থেকে বুক করা যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সবচেয়ে ভালো দিক হল, সমস্ত রাইড সরকার নির্ধারিত মূল্যে হবে, যা পর্যটকদের পক্ষে দর কষাকষির ঝামেলা দূর করবে এবং পর্যটক ও অপারেটরদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করবে। এছাড়া, উবার তাদের অন্যান্য পরিষেবার মতো শিকারা অপারেটরদের থেকে কোনও কমিশন নেবে না। এর অর্থ, বুকিংয়ের পুরো অর্থ সরাসরি শিকারা অপারেটরদের কাছে পৌঁছাবে।
advertisement
advertisement