Tomato Farming Tips: টমেটো চাষে ব্যবহার করুন এই চুন, ফলন বাড়বে, গাছে ঝুলে পড়বে টমেটো!
- Published by:Sounak Chakraborty
- local18
Last Updated:
Tomato Farming Tips: ভারতে টমেটোর চাষ বেশী হয় কারণ টমেটোর চাহিদা বেশি এবং এর দামও ভাল থাকে। কৃষকরা এই চাষ থেকে ভাল লাভও অর্জন করেন। তাই টমেটোর চাষ এমন একটি ফসল যা কৃষকরা সিজনের অনুযায়ী করে ভালো আয় করতে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
টমেটো গাছের জন্য চুন দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার খুবই লাভজনক এবং কার্যকরী প্রমাণিত হয়। এটি ব্যবহার করার জন্য এক লিটার পানিতে এক চামচ চুন মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর এই মিশ্রণটি স্প্রে বোতলে ঢেলে টমেটো গাছের উপর স্প্রে করতে হবে। মনে রাখবেন, এটি মাসে ২ বারই করতে হবে। এতে টমেটো গাছগুলোতে অনেকগুলো টমেটো ফলবে।
advertisement
advertisement