SBI : এই ধরনের অ্যাকাউন্টে নেই কোনও মিনিমাম ব্যালান্স রাখার শর্ত

Last Updated:
1/6
দেশের বিভিন্ন ব্যাঙ্ক নিজেদের মত করে ধার্য করেছে মিনিমাম ব্যালান্স ঠিক কতখানি রাখতে হবে সেই ব্যাপারে ৷ দেশের সব থেকে বড় ব্যাঙ্ক এসবিআই এক নতুন সেভিংস অ্যাকাউন্টের শুভ সূচনা করেছে ৷ এই নতুন অ্যাকাউন্টমেলিবে অনেক বেশি সুযোগ সুবিধা ৷ এসিবআইয়ের পক্ষ থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে বেসিক মিনিমাম ব্যালান্স রাখার নেই কোনও শর্ত ৷ এক নজরে দেখে নেওয়া যাক এই অ্যাকাউন্ট খুলতে কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে ? কী কী সুবিধে রয়েছে এই অ্যাকাউন্টে ৷ ছবি সংগৃহীত ৷
দেশের বিভিন্ন ব্যাঙ্ক নিজেদের মত করে ধার্য করেছে মিনিমাম ব্যালান্স ঠিক কতখানি রাখতে হবে সেই ব্যাপারে ৷ দেশের সব থেকে বড় ব্যাঙ্ক এসবিআই এক নতুন সেভিংস অ্যাকাউন্টের শুভ সূচনা করেছে ৷ এই নতুন অ্যাকাউন্টমেলিবে অনেক বেশি সুযোগ সুবিধা ৷ এসিবআইয়ের পক্ষ থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে বেসিক মিনিমাম ব্যালান্স রাখার নেই কোনও শর্ত ৷ এক নজরে দেখে নেওয়া যাক এই অ্যাকাউন্ট খুলতে কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে ? কী কী সুবিধে রয়েছে এই অ্যাকাউন্টে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/6
যে ভাবে এই অ্যাকাউন্ট খুলতে হবে : SBI এর BSBD (বেসিক সেভিংস অ্যাকাউন্ট) অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্টের থেকে সহজেই খোলা যায় ৷ তবে অন্য অ্যাকাউন্টের মতই KYC জমা দেওয়া বাধ্যতামূলক ৷ সিঙ্গেল বা জয়ন্টলি এই অ্যাকাউন্ট খোলা সম্ভব ৷ দেশের প্রতিটি স্টেট ব্যাঙ্কের শাখায় সুবিধেগুলি পাওয়া যায় ৷ ছবি সংগৃহীত ৷
যে ভাবে এই অ্যাকাউন্ট খুলতে হবে : SBI এর BSBD (বেসিক সেভিংস অ্যাকাউন্ট) অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্টের থেকে সহজেই খোলা যায় ৷ তবে অন্য অ্যাকাউন্টের মতই KYC জমা দেওয়া বাধ্যতামূলক ৷ সিঙ্গেল বা জয়ন্টলি এই অ্যাকাউন্ট খোলা সম্ভব ৷ দেশের প্রতিটি স্টেট ব্যাঙ্কের শাখায় সুবিধেগুলি পাওয়া যায় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/6
সমস্ত সুবিধেই পাওয়া যায় : এই অ্যাকাউন্টের সব থেকে বড় বৈশিষ্ট্য এই অ্যাকাউন্টে কোনও মিনিমাম ব্যালান্স রাখার দরকার নেই ৷ বছরের ধার্য সুদও এই অ্যাকাউন্টে পাওয়া যায় ৷ ছবি সংগৃহীত ৷
সমস্ত সুবিধেই পাওয়া যায় : এই অ্যাকাউন্টের সব থেকে বড় বৈশিষ্ট্য এই অ্যাকাউন্টে কোনও মিনিমাম ব্যালান্স রাখার দরকার নেই ৷ বছরের ধার্য সুদও এই অ্যাকাউন্টে পাওয়া যায় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/6
অন্য সব অ্যাকাউন্টে যেমন ডেবিট কার্ড ও নেট ব্যাঙ্কিং এর সুবিধে পাওয়া যায় এই অ্যাকাউন্টেও মিলবে একই সুবিধে ৷ ছবি সংগৃহীত ৷
অন্য সব অ্যাকাউন্টে যেমন ডেবিট কার্ড ও নেট ব্যাঙ্কিং এর সুবিধে পাওয়া যায় এই অ্যাকাউন্টেও মিলবে একই সুবিধে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/6
তবে এই অ্যাকাউন্ট খুলতে গেলে অন্য কোনও সেভিংস বা বেসিক সেভিংস রাকা যাবেনা ৷ যদি অন্য কোনও সেভিংস বা বেসিক সেভিংস অ্যাকাউন্ট থাকলেও তা নতুন বেসিক সেভিংস অ্যাকাউন্ট খোলার ৪ সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে ৷ ছবি সংগৃহীত ৷
তবে এই অ্যাকাউন্ট খুলতে গেলে অন্য কোনও সেভিংস বা বেসিক সেভিংস রাকা যাবেনা ৷ যদি অন্য কোনও সেভিংস বা বেসিক সেভিংস অ্যাকাউন্ট থাকলেও তা নতুন বেসিক সেভিংস অ্যাকাউন্ট খোলার ৪ সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/6
SBI এর এই সব অ্যাকাউন্টে নেই মিনিমাম ব্যালান্স মেনটেন করার সুবিধে : বেসিক সেভিংস অ্যাকাউন্ট, পহেলা কদম অউর পহেলা উড়ান অ্যাকাউন্ট, প্রাইমারী (প্রাথমিক) অ্যাকাউন্ট, ফাইনানশিয়াল এক্সক্লুশন অ্যাকাউন্ট, পেনশন অ্যাকাউন্ট ৷ ছবি সংগৃহীত ৷
SBI এর এই সব অ্যাকাউন্টে নেই মিনিমাম ব্যালান্স মেনটেন করার সুবিধে : বেসিক সেভিংস অ্যাকাউন্ট, পহেলা কদম অউর পহেলা উড়ান অ্যাকাউন্ট, প্রাইমারী (প্রাথমিক) অ্যাকাউন্ট, ফাইনানশিয়াল এক্সক্লুশন অ্যাকাউন্ট, পেনশন অ্যাকাউন্ট ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement
advertisement