নোয়েল টাটা দায়িত্ব নেওয়ার পরেই নিয়মে বদল, কর্মী নিয়োগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ট্রাস্টের
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
লাইভ মিন্টের একটি প্রতিবেদন এই প্রসঙ্গে বলছে যে, স্যার রতন টাটা ট্রাস্ট এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্টের সদস্য অর্থাৎ ট্রাস্টিরা এবার থেকে স্থায়ী সদস্যরূপে গণ্য হবেন।
মালিক বদলে গেলে সংস্থার নিয়মে পরিবর্তন আসবেই। সেটাই স্বাভাবিক। রতন টাটার মৃত্যুর অবধারিত পর থেকে যেমন উত্তরাধিকার সংক্রান্ত প্রশ্ন উঠেছিল, তেমনই নোয়েল টাটার মালিকানায় সংস্থায় কী কী বদল আসতে চলেছে, সেই নিয়েও জল্পনা-কল্পনা ছিল তুঙ্গে। তার মধ্যে একটি দিকে অন্তত এবার প্রশ্নের উত্তর পাওয়া গেল। জানা গেল, কর্মী নিয়োগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতিমধ্যেই গৃহীত হয়েছে। তবে, সবার প্রথমেই জানিয়ে রাখা উচিত হবে যে, এই সিদ্ধান্ত বা নিয়মে বদল, যা-ই বলা হোক, তা সংস্থার সাধারণ কর্মীদের জন্য প্রযোজ্য নয়।
advertisement
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রাস্টের সদস্যদের ক্ষেত্রে। বলা যেতেই পারে যে এ চিরস্থায়ী বন্দোবস্ত। লাইভ মিন্টের একটি প্রতিবেদন এই প্রসঙ্গে বলছে যে, স্যার রতন টাটা ট্রাস্ট এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্টের সদস্য অর্থাৎ ট্রাস্টিরা এবার থেকে স্থায়ী সদস্যরূপে গণ্য হবেন। ইতিপূর্বে এই পদ ছিল নির্দিষ্ট মেয়াদভিত্তিক, এখন থেকে এই নিয়মে বদল এল।
advertisement
লাইভ মিন্টের ওই প্রতিবেদন জানাচ্ছে যে, বৃহস্পতিবার অনুষ্ঠিত উভয় ট্রাস্টের বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে এই পদক্ষেপের পরে, বোর্ড সদস্যরা পদত্যাগের সিদ্ধান্ত না নিলে অবসর নেবেন না এবং ট্রাস্টের সমস্ত সদস্যের সম্মতির পরেই কেবল নতুন সদস্যদের নিয়োগ করা হবে।পদক্ষেপ গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই।
advertisement
এই প্রসঙ্গে বিজনেস ডেইলির এক প্রতিবেদনের একাংশেও চোখ রাখা যেতে পারে। তা স্পষ্টভাবে নির্দেশ করছে যে দুটি ট্রাস্ট সম্মিলিতভাবে টাটা সন্সের অর্ধেকেরও বেশি শেয়ারের মালিক যা তাদের একটি $165 বিলিয়ন হোল্ডিং কোম্পানি করে তুলেছে। এর মধ্যে রয়েছে টাটা গ্রুপের অনেক নামি কোম্পানির শেয়ারও। টাটা ট্রাস্ট গ্রুপের সমস্ত জনহিতকর কার্যক্রম পরিচালনা করে থাকে।
advertisement
প্রতিবেদন অনুসারে, স্যার রতন টাটা ট্রাস্টের কাছে টাটা সন্সের ২৭.৯৮ শতাংশ শেয়ার রয়েছে, অন্য দিকে, স্যার দোরাবজি টাটার কাছে ফার্মের ২৩.৫৬ শতাংশ শেয়ার রয়েছে। ১১ অক্টোবর নোয়েল টাটাকে টাটা ট্রাস্টের প্রধান হিসাবে নিযুক্ত করার পরে এটি ছিল ট্রাস্টের দ্বারা আয়োজিত দ্বিতীয় বোর্ড সভা। তবে মানিকন্ট্রোল স্বাধীনভাবে প্রতিবেদনটি যাচাই করতে পারেনি।
advertisement
প্রসঙ্গত, টাটা সন্স টাটা গ্রুপের মূল কোম্পানি, হোটেল, অটোমোবাইল, কনজিউমার প্রডাক্ট এবং এয়ারলাইন সহ বিভিন্ন সেক্টরে ৩০টি ফার্মের তত্ত্বাবধান করে। বছরের পর বছর ধরে জাগুয়ার ল্যান্ড রোভার এবং টেটলি টি-এর মতো ব্র্যান্ডগুলি অধিগ্রহণের মাধ্যমে টাটা সন্স একটি বিশ্বব্যাপী ব্যবসায়িক গোষ্ঠীতে পরিণত হয়েছে। এটি টাটা কনসালটেন্সি সার্ভিসেস, তাজ হোটেলস এবং এয়ার ইন্ডিয়ারও মালিক। পাশাপাশি, তা ভারতে Starbucks SBUX.O এবং Airbus-এরও ব্যবসায়িক অংশীদার।