অমৃত কলস FD স্কিমের সময়সীমা বাড়াল SBI; এখনও এই স্কিমে বিনিয়োগ করে আপনি বিপুল লাভবান হতে পারবেন

Last Updated:
এই স্কিমের শেষ তারিখ ছিল ১৫ অগাস্ট। এখন তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হল। উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি চালু হয়েছিল অমৃত কলস এফডি স্কিম।
1/6
অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমের সময়সীমা বাড়াল এসবিআই। এই স্কিমের শেষ তারিখ ছিল ১৫ অগাস্ট। এখন তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হল। উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি চালু হয়েছিল অমৃত কলস এফডি স্কিম। এরপর থেকে একাধিক বার এর সময়সীমা বাড়ানো হয়েছে। এই স্কিমের মেয়াদ ৪০০ দিন।
অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমের সময়সীমা বাড়াল এসবিআই। এই স্কিমের শেষ তারিখ ছিল ১৫ অগাস্ট। এখন তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হল। উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি চালু হয়েছিল অমৃত কলস এফডি স্কিম। এরপর থেকে একাধিক বার এর সময়সীমা বাড়ানো হয়েছে। এই স্কিমের মেয়াদ ৪০০ দিন।
advertisement
2/6
অমৃত কলস এফডি স্কিমে সুদের হার: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট অনুযায়ী, অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমে নিয়মিত গ্রাহকদের ৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৬ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
অমৃত কলস এফডি স্কিমে সুদের হার: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট অনুযায়ী, অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমে নিয়মিত গ্রাহকদের ৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৬ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
advertisement
3/6
অমৃত কলস এফডি স্কিম – সুদের অর্থপ্রদান: ১) টার্ম ডিপোজিট – মাসিক বা ত্রৈমাসিক বা ষাণ্মাষিক ব্যবধানে। ২) স্পেশাল টার্ম ডিপোজিট – মেয়াদপূর্তিতে। ৩) সুদ এবং নেট টিডিএস গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে।
অমৃত কলস এফডি স্কিম – সুদের অর্থপ্রদান: ১) টার্ম ডিপোজিট – মাসিক বা ত্রৈমাসিক বা ষাণ্মাষিক ব্যবধানে। ২) স্পেশাল টার্ম ডিপোজিট – মেয়াদপূর্তিতে। ৩) সুদ এবং নেট টিডিএস গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে।
advertisement
4/6
এসবিআই ফিস্কড ডিপোজিটের সর্বশেষ সুদের হার: স্টেট ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট আছে। গ্রাহকদের ৩ শতাংশ থেকে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হয়। প্রবীণ অতিরিক্ত নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট পান।
এসবিআই ফিস্কড ডিপোজিটের সর্বশেষ সুদের হার: স্টেট ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট আছে। গ্রাহকদের ৩ শতাংশ থেকে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হয়। প্রবীণ অতিরিক্ত নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট পান।
advertisement
5/6
৭ দিন থেকে ৪৫ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিট – ৩ শতাংশ হারে সুদ। ৪৬ দিন থেকে ১৭৯ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিট – ৪.৫ শতাংশ হারে সুদ। ১৮০ দিন থেকে ২১০ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিট – ৫.২৫ শতাংশ হারে সুদ। ২১১ দিন থেকে ১ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিট – ৫.৭৫ শতাংশ হারে সুদ। ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিট – ৬.৮ শতাংশ হারে সুদ।
৭ দিন থেকে ৪৫ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিট – ৩ শতাংশ হারে সুদ। ৪৬ দিন থেকে ১৭৯ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিট – ৪.৫ শতাংশ হারে সুদ। ১৮০ দিন থেকে ২১০ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিট – ৫.২৫ শতাংশ হারে সুদ। ২১১ দিন থেকে ১ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিট – ৫.৭৫ শতাংশ হারে সুদ। ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিট – ৬.৮ শতাংশ হারে সুদ।
advertisement
6/6
 ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিট – ৭ শতাংশ হারে সুদ। ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিট – ৬.৫ শতাংশ হারে সুদ। ৫ বছর এবং ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট – ৬.৫ শতাংশ হারে সুদ। ৪০০ দিনের বিশেষ স্কিম অর্থাৎ অমৃত কলস ফিক্সড ডিপোজিট – ৭.১০ শতাংশ হারে সুদ।
২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিট – ৭ শতাংশ হারে সুদ। ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিট – ৬.৫ শতাংশ হারে সুদ। ৫ বছর এবং ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট – ৬.৫ শতাংশ হারে সুদ। ৪০০ দিনের বিশেষ স্কিম অর্থাৎ অমৃত কলস ফিক্সড ডিপোজিট – ৭.১০ শতাংশ হারে সুদ।
advertisement
advertisement
advertisement